স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬২ কোটি ৯৩ লক্ষ ছাড়িয়েছে


দেশেগত ২৪ ঘণ্টায় ৬২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.১৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৭.১৭ শতাংশ

Posted On: 25 JAN 2022 9:21AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২১

 

দেশেগত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬২ লক্ষ ২৯ হাজার ৯৫৬আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৬২ কোটি ৯২ লক্ষহাজার ৩০৮। 

মোট টিকা করণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৯২,৭০১

 

,২৬,৬৮১

 

২৮,৪২,১৫৫

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,৮৩,৯১,৬৭৫

 

,,৫২,৯৯৩

 

২৮,২৬,৯৪০

 

১৫-১৮ বছর বয়সী

প্রথমডোজ

,২৭,২৩,৪৬৪

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

,৫৫,৮০,৩৭৪

 

৩৯,১০,৮৭,৮০২

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

১৯,৯৩,২৬,৩৮৯

 

,৭৩,০৪,৫৮৭

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,৪২,৩০,৩৭৫

 

১০,৪৩,৯০,০৮৯

 

৩১,৩৩,০৮৩

 

 

সতর্কতামূলক ডোজ

৮৮,০২,১৭৮

 

মোট

 

,৬২,৯২,০৯,৩০৮

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ ৭১ হাজার ৮৯৮

জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯.১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২ হয়েছে, যা মোট আক্রান্তের.৬২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৪৯ হাজার ১০৮ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭১ কোটি ৮৮ লক্ষহাজার ৪৩৩

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৭.১৭ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে .৫২ শতাংশ।


CG/SS/SKD/



(Release ID: 1792493) Visitor Counter : 129