জাহাজচলাচলমন্ত্রক

ভি ও চিদাম্বরানর বন্দরে দীর্ঘতম উইন্ডমিল ব্লেড

Posted On: 24 JAN 2022 12:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২২

 

ভি ও চিদাম্বরানর বন্দর দিয়ে ৬টি ৮১.৫ মিটারের উইন্ড ব্লেড পরিবহণ করা হয়েছে। প্রতিটি ব্লেডের ওজন ২৫ টন। বন্দরের দক্ষতায় মেসার্স নরডেক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সন্তোষ প্রকাশ করেছে। চেন্নাইয়ের কাছে রেড হিলস্‌ – এর ভেঙ্গাল থেকে তুতিকোরিনে এই ব্লেডগুলি পাঠানো হয়েছে। এমভি এমওয়াইএস দেজনেভা এই ৬টি ব্লেড ছাড়াও ৭৭.১ মিটার দীর্ঘ ১২টি ব্লেডও পরিবহণ করেছে।

ভি ও চিদাম্বরানর বন্দরের মাধ্যমে উইন্ডমিলের ব্লেড এবং টাওয়ার পরিবহণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিগত অর্থবর্ষে এই বন্দরে ২৮৯৮টি উইন্ডমিলের ব্লেড এবং ১২৪৮ উইন্ডমিলের টাওয়ার পরিবহণ করা হয়েছে। জাতীয় সড়কের সঙ্গে বন্দরের উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এখান থেকে উইন্ডমিল পরিবহণ করা হয়। ভৌগোলিক অবস্থান ও উন্নত পরিকাঠামোর জন্য এই অঞ্চলে উইন্ডমিল তৈরির অনেক কারখানা আছে। সেখান থেকে উৎপাদিত পণ্য সামগ্রী এই বন্দরের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

 

CG/CB/SB



(Release ID: 1792199) Visitor Counter : 92