নীতিআয়োগ
নীতি আয়োগ, রকি মাউন্টেন ইনস্টিটিউট এবং আর এম আই ইন্ডিয়া 'ভারতে বৈদ্যুতিক যানবাহনে ব্যাংকিং' বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে
प्रविष्टि तिथि:
21 JAN 2022 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জানুয়ারি, ২০২২
নীতি আয়োগ, রকি মাউন্টেন ইনস্টিটিউট এবং আর এন আই ইন্ডিয়া আজ 'ভারতে ইলেকট্রিক যানবাহনের ওপর ব্যাংকিং' সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যা বৈদ্যুতিক গতিশীলতা ইকোসিস্টেমে ক্ষুদ্র ঋণের জন্য অগ্রাধিকার খাতে স্বীকৃতির জন্য গুরুত্ব দেয়। এই প্রতিবেদনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অগ্রাধিকার খাতে ঋণ দান নির্দেশিকা গুলির ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনার সুপারিশ করা হয়েছে।
ভারতের ব্যাঙ্কিং এবং নন- ব্যাঙ্কিং আর্থিক সংস্থা গুলির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৪০ হাজার কোটি টাকা এবং ২০৩০ সালের মধ্যে ৩.৭ লক্ষ কোটি টাকার বৈদ্যুতিক যান বাজারে নিয়ে আসার সম্ভাবনা অর্জন করবে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1791663)
आगंतुक पटल : 266