বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ব্রিকস এসটিআই এর স্টিয়ারিং কমিটির বৈঠকে ২০২২ সালে কি কি করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে : ভারত ৫টি অনুষ্ঠানের আয়োজন করবে
प्रविष्टि तिथि:
18 JAN 2022 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ই জানুয়ারী, ২০২২
ভারত, ২০২২ সালে ব্রিকসের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত ৫টি অনুষ্ঠানের আয়োজন করবে। এগুলি হল : ১) ব্রিকস স্টার্টআপ ফোরামের বৈঠক, ২) জ্বালানীর উপর কার্যকর গোষ্ঠীর বৈঠক, ৩) জৈব প্রযুক্তি ও বায়োমেডিসিন, ৪) তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং হাই পারফরমেন্স কম্পিউটিং, ৫) বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্পোদ্যোগের অংশীদারিত্ব সংক্রান্ত কার্যকর গোষ্ঠীর বৈঠক। ব্রিকসের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির পঞ্চদশ বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
এবছর ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে চীন। ভারত, ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব চীনের হাতে তুলে দিয়েছে। এবারের ব্রিকস সম্মেলনের মূল ভাবনা আন্তর্জাতিক উন্নয়নে নতুন যুগের সূচনা করার জন্য উন্নতমানের ব্রিকস অংশীদারিত্ব গড়ে তোলা।
ব্রিকসের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির বৈঠকটি ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিজ্ঞান মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উপদেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা গোষ্ঠীর প্রধান শ্রী সঞ্জীব কুমার ভার্সনয় ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। এবছরের সেপ্টেম্বর মাসে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকের প্রস্তাব দিয়েছে চীন। আজকের আলোচনায় ভারত, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক ২৩ ও ও ২৪শে মার্চ করার প্রস্তাব দিয়েছে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1790885)
आगंतुक पटल : 236