স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৫৮ কোটি ৪ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.০৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ১৮

এ পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৯১, যা গতকালের তুলনায় ৮.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৪.৯২ শতাংশ

Posted On: 18 JAN 2022 9:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৯ লক্ষ ৯১ হাজার ২৩০। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৫৮ কোটি ৪ লক্ষ ৪১ হাজার ৭৭০।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৯০,৪৯১

 

৯৭,৮৫,৯৩৮

 

 

১৯,৯২,৬৭১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,৮৩,৮৯,২৫২

 

,৭০,৬৭,৯৭৮

 

১৬,৮৫,৪৪৬

 

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৫৯,৩০,৯২৯

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫২,৭০,৩৭,২৬৭

 

৩৭,২৩,৪২,৬৭

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,৭৮,৯৪,৮৩২

 

১৬,১৯,২৮,১৯৬

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,৩২,৯৩,৭৮৯

 

১০,১২,৯৬,৬২১

 

১৪,০৬,২৯৩

 

 

সতর্কতামূলক ডোজ

৫০,৮৪,৪১০

 

মোট

 

১৫৮,০৪,৪১,৭৭০

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮২।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮ হয়েছে, যা মোট আক্রান্তের ৪.৬২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৪৯ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭০ কোটি ৫৪ লক্ষ ১১ হাজার ৪২৫।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৪.৯২ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৪.৪৩ শতাংশ।


CG/SS/SB


(Release ID: 1790770) Visitor Counter : 175