বস্ত্রমন্ত্রক

গতবছরের তুলনায় ২০২১-এর এপ্রিল থেকে ডিসেম্বরে বস্ত্রক্ষেত্রে রপ্তানি ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Posted On: 12 JAN 2022 6:31PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১২ জানুয়ারি, ২০২২
 
বস্ত্রক্ষেত্র নিরন্তর ব্যবসায়িক বৃদ্ধি লক্ষ্য করা গেছে । আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বহুগুণ বেড়েছে । ২০২০-২১ অর্থবর্ষে মহামারির কারণে বস্ত্রক্ষেত্রে রপ্তানিতে মন্দা দেখা দেয় । এতে সরবরাহ শৃঙ্খল এবং চাহিদায় ব্যাঘাত ঘটে । 
 
তবে ২০২১-২২ অর্থবর্ষে এই ক্ষেত্রে পুনরুদ্ধার লক্ষ্য করা গেছে । ২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে হস্তশিল্প সহ বস্ত্র এবং পোশাক ক্ষেত্রে রপ্তানির পরিমাণ ছিল ২৯.৮ বিলিয়ন মার্কিন ডলার । গত বছরে এই একই সময় এই রপ্তানির পরিমাণ ছিল ২১.২ বিনিয়ন মার্কিন ডলার । গত বছরের তুলনায় এবছর বস্ত্রক্ষেত্রে রপ্তানির পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে । 
 
এমনকি প্রাক মহামারির বছরের তুলনায় ২০১৯-২০ অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ বস্ত্র, পোশাক সহ হস্তশিল্প রপ্তানি হয়েছিল, তার থেকেও বর্তমান অর্থবর্ষে রপ্তানির পরিমান ১৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে । সরকার বস্ত্র ক্ষেত্র এবং হস্তশিল্প সহ পোশাকের জন্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে । এরমধ্যে এই লক্ষ্যমাত্রার প্রায় ৬৮ শতাংশই পূরণ হয়েছে । তাই চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই রপ্তানির পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করবে বলে মনে করা হচ্ছে ।
 
CG/SS/RAB


(Release ID: 1789480) Visitor Counter : 177