স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

Posted On: 08 JAN 2022 9:39AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২১
 
দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযানে এ পর্যন্ত মোট ১৫০.০৬ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে
 
বর্তমানে আরোগ্যের হার ৯৭.৩০ শতাংশ
 
গত ২৪ ঘন্টায় ১,৪১,৯৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন
 
গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৮৯৫ জন আরোগ্য হয়ে উঠেছেন, আরোগ্যের সংখ্যা মোট বেড়ে হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ১২ হাজার ৭৪০
 
ভারতের সক্রিয় ভাবে করোনা আক্রান্তের পরিমাণ ১.৩৪ শতাংশ
 
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ৫.৬৬ শতাংশ 
 
দৈনিক আক্রান্তের হার ৯.২৮ শতাংশ 
 
এ পর্যন্ত ৬৮.৮৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে
 
রাজ্য ভিত্তিক ওমিক্রণ আক্রান্তের সংখ্যা-
 
১) মহারাষ্ট্র- ৮৭৬
২) দিল্লি-৫১৩
৩) কর্ণাটক-৩৩৩
৪) রাজস্থান-২৯১
৫) কেরালা- ২৮৪
৬) গুজরাট- ২০৪
৭) তেলেঙ্গানা-১২৩
৮) তামিলনাড়ু- ১২১
৯) হরিয়ানা-১১৪
১০) ওড়িশা-৬০
১১) উত্তর প্রদেশ-৩১
১২) অন্ধপ্রদেশ- ২৮
১৩) পশ্চিমবঙ্গ-২৭
১৪) গোয়া-১৯
১৫) আসাম-৯
১৬) মধ্যপ্রদেশ-৯
১৭) উত্তরাখণ্ড-৮
১৮) মেঘালয়-৪
১৯) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- ৩
২০) চন্ডিগড়-৩
২১) জম্মু-কাশ্মীর-৩
২২) পুদুচেরি-২
২৩) পাঞ্জাব-২
২৪) ছত্রিশগড়-১
২৫) হিমাচল প্রদেশ-১
২৬) লাদাখ-১
২৭) মনিপুর-১
 
সর্বমোট- ৩০৭১।
 
 
CG/ SB


(Release ID: 1788612) Visitor Counter : 166