স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৪৯ কোটি ৬৬ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ১০০

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৪.৫৪ শতাংশ

Posted On: 07 JAN 2022 10:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২২

 

ভারতে এ পর্যন্ত ১,৪৯,৬৬,৮১,১৫৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৯৪,৪৭,০৫৬ জনকে।      

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৮৮,৬৬১ জন টিকার প্রথম ডোজ এবং ৯৭,৩২,৭৮৩ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৮৬,৭৮৮ জন প্রথম ডোজ এবং ১,৬৯,৪১,১৪২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১,৬৮,২০,৫৬৩ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫০,৯৫,৪৯,৯৩৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৪,৫৭,৪০,৬১৪ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৯,৫৬,০৩,৫৩২ জন। আর  দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৫,৪৩,৫১,১৬১ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,১৯,৯৭,৯৩৯ জন প্রথম ডোজ এবং ৯,৭১,৬৮,০৩৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।     

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৩৬ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৫৭ শতাংশ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। বর্তমানে ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ১.০৫ শতাংশ চিকিৎসাধীন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৫ লক্ষ ১৩ হাজার ৩৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৬৮ কোটি ৬৮ লক্ষ ১৯ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৫৪ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ৭.৭৪ শতাংশ।

 

CG/CB/SB



(Release ID: 1788312) Visitor Counter : 129