স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিপর্যয় মোকাবিলায় সহযোগিতার জন্য ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সমঝোতাপত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে

Posted On: 06 JAN 2022 4:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬  জানুয়ারি, ২০২২

               

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বিপর্যয় মোকাবিলায় সহযোগিতার জন্য ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে  সমঝোতাপত্র অনুমোদন  পেয়েছে।

এই সমঝোতাপত্র র ফলে  বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত ও তুর্কমেনিস্তান ౼ উভয় দেশই উপকৃত হবে। বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, ব্যবস্থা গ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। এই সমঝোতাপত্রের ফলে পারস্পরিক সহমতের ভিত্তিতে যে সহযোগিতা গড়ে উঠবে সেগুলি হল :  

১. পরিস্থিতির ওপর নজরদারি চালানো, বিপর্যয় সংক্রান্ত পূর্বাভাস এবং বিপর্যয়ের ফলে কি কি হতে পারে সে বিষয়ে আগাম মূল্যায়ণ।

২. বিপর্যয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময়

৩. গবেষণা, প্রকল্প, বিজ্ঞান সম্মত ও কারিগরি তথ্য আদান-প্রদান এবং বিপর্যয় ব্যবস্থাপনার জন্য যৌথ পরিকল্পনা।

৪. তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে বিভিন্ন প্রকাশনার আদান-প্রদান করা, ভিডিও এবং ছবির আদান-প্রদান ও পারস্পরিক সহমতের ভিত্তিতে নানান প্রযুক্তির হস্তান্তর।

৫. সংশ্লিষ্ট ক্ষেত্রের বিষয়ে যৌথ সম্মেলন, আলোচনা চক্র, কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।

৬. বিপর্যয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়

৭. বিপর্যয়ের পর অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, শিক্ষানবিশ ও বিশেষজ্ঞদের আদান-প্রদান।  

৮. পারস্পরিক সহমতের ওপর ভিত্তি করে প্রযুক্তিগত বিভিন্ন তথ্য, সরঞ্জামের বিষয়ে একে অন্যকে জানানো, বিশেষত আগাম সতর্কতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দক্ষতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগের ক্ষেত্রে দুটি দেশ একে অপরকে সাহায্য করবে।

৯. পারস্পরিক সহমতের ভিত্তিতে জরুরিকালীন পরিস্থিতিতে সহায়তা প্রদান।

১০. বিপর্যয় সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে একটি দেশ অন্য দেশকে  বিশেষজ্ঞ ও বিভিন্ন তথ্য হস্তান্তর করবে।

১১. আন্তর্জাতিক স্তরে স্বীকৃত মান অনুসারে পারস্পরিক সহমতের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থাপনার আদান-প্রদান।

১২. দুটি দেশের যোগ্য কর্তৃপক্ষের সহমতের ভিত্তিতে বিপর্যয় ব্যবস্থাপনার সহায়ক অন্যান্য কর্মতৎপরতা।

ভারত বর্তমানে সুইজারল্যান্ড, রাশিয়া, সার্ক, জার্মানী, জাপান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, বাংলাদেশ ও ইতালীর সঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক/বহুপাক্ষিক চুক্তি/সমঝোতাপত্র/যৌথ ইচ্ছাপত্র ঘোষণা/সহযোগিতাপত্র স্বাক্ষর করেছে।

 

CG/CB/NS


(Release ID: 1788147) Visitor Counter : 206