স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 04 JAN 2022 9:21AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি, ২০২২

 

দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৬ কোটি ৭০ লক্ষ টিকা দেওয়া হয়েছে।                    

দেশে সুস্পষ্টভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৭১ হাজার ৮৩০।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.৪৯ শতাংশ।

সুস্থতার হার বর্তমানে ৯৮.১৩ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৭ জন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৬ হাজার ৪১৪।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৭ হাজার ৩৭৯ জন।

দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৩.২৪ শতাংশ।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.০৫ শতাংশ। 

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮ কোটি ২৪ লক্ষ।

পশ্চিমবঙ্গে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২০। চিকিৎসাধীন ৪ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে, দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২ এবং সুস্থ হয়েছেন ৭৬৬ জন। 

 

CG/SS/SB



(Release ID: 1787426) Visitor Counter : 205