উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যের কাহিনী

प्रविष्टि तिथि: 29 DEC 2021 12:22PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ ডিসেম্বর, ২০২১

 

২০১৪ সালে ‘সাহেই ফাউন্ডেশন’-এর মাধ্যমে ‘উত্তর পূর্বাঞ্চল কমিউনিটি ভিত্তিক সম্পদ পরিচালন ব্যবস্থাপনা প্রকল্প’ (এনইআরসিওআরএমপি)-এর সহায়তায় এইচ মাখাও গ্রামে ডেনলাং মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছিল। এই স্বনির্ভর গোষ্ঠীতে সভাপতি, সচিব এবং কোষাধক্ষ সহ ১৫ জন সদস্য রয়েছেন। মাসে দু’বার করে তাঁদের বৈঠকও হয়। তখন প্রতিটি সদস্যদের কাছ থেকে মাত্র ৪০ টাকা করে মাসে ৮০ টাকা করে সংগ্রহ করা হয়। ২০১৪ সালের এই স্বনির্ভর গোষ্ঠী প্রতিষ্ঠা হওয়ার পর, কোনো বাধা ছাড়াই ভালোভাবে এগিয়ে চলেছে। রোডগারের পাশাপাশি গ্রামে ছোট ছোট ডাস্টবিন রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসা সুবিধার মতো একাধিক কাজ করে চলেছে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। 

বিগত বছরে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা তাদের আয় বৃদ্ধির জন্য মাশরুম, শাক-সব্জি চাষ, হাঁস-মুরগি পালন করেছে। তাঁদের যা লাভ হয়েছে, তা তাঁরা এই গোষ্ঠীর অ্যাকাউন্টে জমা রেখেছে। এই জমা অর্থ গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন উপকারে লাগে। ২০১৪ সালে যখন এই স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়, তখন তাঁদের অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স ছিল। কিন্তু চলতি বছরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫০ লক্ষেরও বেশি টাকা গচ্ছিত রয়েছে। এই অর্থ তাঁরা মাত্র ২ শতাংশ সুদের হারে সদস্যদের মধ্যে ঋণ হিসেবে দিয়ে থাকে। 

 

CG/SS/SKD/


(रिलीज़ आईडी: 1786118) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Tamil , Telugu