আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কানপুর মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছেন

प्रविष्टि तिथि: 28 DEC 2021 4:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ই ডিসেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কানপুর মেট্রো রেল প্রকল্পের ৯ কিলোমিটার পথে ট্রেন চলাচলের সূচনা করেছেন। শহরাঞ্চলে পরিবহণ ব্যবস্থার মানোন্নয়নের জন্য সরকার বিভিন্ন শহরে মেট্রো রেল প্রকল্প গড়ে তুলছে। এরই অঙ্গ হিসেবে কানপুরে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

কানপুর মেট্রো রেলের মোট দৈর্ঘ্য হবে ৩২ কিলোমিটার। এর মধ্যে মাটির তলা দিয়ে ট্রেন যাবে ১৩ কিলোমিটার। আজ এই প্রকল্পের কানপুর আইআইটি থেকে মোতিঝিল পর্যন্ত ৯ কিলোমিটার দীর্ঘ পথে ট্রেন চলাচল শুরু হল। পুরো প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১১০০০ কোটি টাকা। কানপুর মেট্রোর দুটি করিডর থাকবে। একটি করিডরে ২১টি এবং অন্যটিতে ৮টি স্টেশনে যাত্রী পরিবহণ হবে ।  

শিল্প শহর কানপুর চর্মশিল্প এবং পশমের জন্য বিখ্যাত। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী এই শহরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে কানপুরের  জনসংখ্যা ৫১ লক্ষ। ২০৪১ সালে যা ৬৫ লক্ষে পৌঁছানোর সম্ভাবনা আছে। দ্রুতহারে উন্নয়ন হওয়া কানপুর শহরে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে আন্তর্জাতিকমানের মেট্রো রেল গড়ে তুলছে। আজ যে ৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল শুরু হল, সেখানে ৯টি স্টেশন রয়েছে। কানপুর মেট্রোর একটি করিডরের দৈর্ঘ্য ২৩.৮ কিলোমিটার। এই করিডরে  আইআইটি কানপুর থেকে নাওবস্তা পর্যন্ত ট্রেন চলাচল করবে। চন্দ্রশেখর আজাদ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বররা – ৮ পর্যন্ত দ্বিতীয় করিডরটির দৈর্ঘ্য ৮.৬ কিলোমিটার। ২০১৯ –এর ১৫ই নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথম করিডরের কাজের সূচনা করেন। কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে ইউপিএমআরসি ২ বছরেরও কম সময়ে ৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল শুরু করলো।

আজ যে অংশের উদ্বোধন হল, সেখানে  ৯টি স্টেশন গ্রীণ বিল্ডিং কাউন্সিলের থেকে প্ল্যাটিনাম রেটিং পেয়েছে। পরিবেশবান্ধব প্রতিটি স্টেশনে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থাকছে। দেশের মধ্যে প্রথম কানপুর মেট্রো রেলের মাটির উপর দিয়ে নির্মাণ কাজে ডাবল টিগার্ডার ব্যবহার করা হয়েছে। এছাড়াও মেট্রো রেলের ডিপোতে ট্রেন ঢোকানো ও ডিপো থেকে বার করার জন্য টুইনটিয়ার ক্যাপের ব্যবহার করা হয়েছে।

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1785939) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil