পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের বীনা ও উত্তরপ্রদেশের পানকির মধ্যে বিভিন্ন পদার্থের জন্য পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেছেন

प्रविष्टि तिथि: 28 DEC 2021 4:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ই ডিসেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের বীনা তৈল শোধনাগার থেকে উত্তরপ্রদেশের কানপুরের পানকির পিওএল টার্মিনাল পর্যন্ত বিভিন্ন পদার্থের জন্য পাইপলাইনের প্রকল্পের উদ্বোধন করেছেন। ৩৫৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে প্রতি বছর ৩৪ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন পণ্য সামগ্রী পরিবহণ করা যাবে। এই প্রকল্পে পানকি পিওএল টার্মিনালে পদার্থ মজুত রাখার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মালগাড়িতে পণ্য সামগ্রী তোলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।  প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে ১৫২৪ কোটি টাকা। উত্তরপ্রদেশের লোলিতপুর, ঝাঁসি, জালাউন, কানপুর দেহাত ও কানপুর নগর জেলার পাশাপাশি মধ্যপ্রদেশের টিকামগড় ও সাগর জেলার মধ্য দিয়ে এই পাইপলাইন বসানো হয়েছে। প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের এক মাস আগেই সম্পূর্ণ হয়েছে। এর সাহায্যে বীনা তৈল শোধনাগার থেকে  উৎপাদিত পণ্য সামগ্রী পূর্ব ও মধ্য উত্তরপ্রদেশ, উত্তর বিহার ও দক্ষিণ উত্তরাখন্ডে নিরাপদে সরবরাহ করা যাবে।   

১৮ ইঞ্জি ব্যাসের পাইপলাইনটির সাহায্যে  কানপুরের পানকিতে এখন ১,৬৭,২০০ কিলোলিটার পণ্য সামগ্রী মজুত করা যাবে। আগে এখানে ৩০,৪০০ কিলোলিটার পণ্য মজুত রাখা যেত। এই প্রকল্প নির্মাণের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছিল। প্রকল্পটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ২০০ জন কর্মীর প্রয়োজন। প্রচুর পরিমাণে পেট্রোপণ্য পরিবহণের ক্ষেত্রে পাইপলাইন হল সব থেকে সুরক্ষিত ও পরিবেশবান্ধব মাধ্যম। পাইপলাইনের সাহায্যে পেট্রোপণ্য পরিবহণ করলে মালগাড়ির ট্যাঙ্ক এবং লরির প্রয়োজন হয় না। এর ফরে কার্বন নিঃসরণ কম হয়।  

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1785938) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil