প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

রাণীক্ষেতে কেআরসি যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাটের শ্রদ্ধা নিবেদন

Posted On: 27 DEC 2021 2:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২১
 
প্রতিরক্ষা ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট উত্তরাখণ্ডের রাণীক্ষেতে  কুমায়ুন রেজিমেণ্টের (কেআরসি) যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অনুষ্ঠানে কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের অঙ্গ হিসেবে বীর নারীদের সম্বর্ধিত করা হয়।  শ্রী ভাটের স্ত্রীমতী পুষ্পা ভাট বীর নারীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। 
 
সস্ত্রীক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বীর নারীদের পুনর্বাসন প্রকল্প কেআরসি উলেন ঘুরে দেখেন। ১৯৭৬ সাল থেকে এই প্রকল্প চলছে। ২৬ ডিসেম্বর দেশজুড়ে শুরু হওয়া বিজয় সঙ্কল্প যাত্রার অঙ্গ হিসেবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর এই সফর। 
 
শ্রী ভাট বলেন, শহীদ সৈনিকদের পরিবারগুলি যুদ্ধ জয় এবং জাতির সুরক্ষার বিষয়ে সবরকমের সহায়তা করে থাকে। আমাদের সাহসী সৈনিকদের আত্মবলিদানের জন্য দেশ  তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই সব পরিবারের পাশে সবসময় রয়েছেন। অনুষ্ঠানে কেআরসি-র ডেপুটি কমান্ডান্ট কর্নেল সঞ্জয় কুমার যাদব উপস্থিত ছিলেন।  
 
CG/CB/SKD/

(Release ID: 1785672) Visitor Counter : 159