আয়ুষ

উত্তর-পূর্বে কৃষি ক্ষেত্রে অগ্রগতির জন্য কৃষিবিদদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের বৈঠক

Posted On: 27 DEC 2021 11:15AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, নৌ-পরিবহন এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল রবিবার (২৬ ডিসেম্বর) আসামে উত্তর-পূর্বাঞ্চলে কৃষি ক্ষেত্রে অগ্রগতি তথা কৃষকদের কল্যাণে কৃষিবিদ এবং শিক্ষাবিদদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ দলের বৈঠক করেছেন। বিশেষজ্ঞ দলটি কেন্দ্রীয় মন্ত্রীকে বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলে চাষের ধরণ, আর্থিক বিকাশের পাশাপাশি, পরিবেশগত উপকারিতার বিষয় সম্পর্কে অবহিত করেন। জৈব-অজৈব পদ্ধতিতে চাষ এবং প্রাকৃতিক চাষের সঙ্গে সম্পর্কিত কৃষির বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। উত্তর-পূর্বাঞ্চলে কৃষি ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন এবং আর্থিক বিকাশের দৃষ্টিকোণ থেকে মূল্যায়নও করা হয়। কৃষি ক্ষেত্রের বিকাশ, পরিবেশগত সুবিধা এবং আর্থিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন, আসামের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ বিদ্যুৎ ডেকা।
 
বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী বিশেষজ্ঞ দলকে জৈব ও প্রাকৃতিক চাষের সম্ভাবনা সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করার অনুরোধ জানান। তিনি বলেন, এর উপর ভিত্তি করে সরকার আগামী দিনে এ বিষয়ে পথ-নির্দেশিকা তৈরি করবে। উল্লেখ্য, আসামের কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জৈব চাষের পাশাপাশি, প্রকৃতিক চাষ এবং উত্তর-পূর্বাঞ্চলে কৃষি ক্ষেত্রে অগ্রগতির বিষয় নিয়ে প্রতিবেদন প্রস্তুত করা হয়।
 
শ্রী সোনোয়াল জানিয়েছেন, কৃষি ক্ষেত্রে সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির প্রয়োজন। আধুনিক ও প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে কৃষি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। তবে, অবশ্যই পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। তবেই কৃষি ক্ষেত্র ও কৃষক সম্প্রদায় উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি। উত্তর-পূর্বাঞ্চলে আয়ুষ-ভিত্তিক শিল্প সম্প্রসারণের সম্ভাবনার দিকটিও তুলে ধরেন তিনি।
 
CG/SS/SB


(Release ID: 1785493) Visitor Counter : 132