স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

Posted On: 26 DEC 2021 9:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২১
 
দেশজুড়ে করোনা প্রতিষেধক টিকাকরণ অভিযানে এ পর্যন্ত মোট ১৪১.৩৭ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে
 
বর্তমানে আরোগ্যের হার ৯৮.৪০ শতাংশ, যা মার্চ-২০২০'র পর থেকে সর্বোচ্চ
 
গত ২৪ ঘন্টায় ৬,৯৮৭জন নতুন করে আক্রান্ত হয়েছেন
 
গত ২৪ ঘন্টায় ৭ হাজার ০৯১ জন আরোগ্য হয়ে উঠেছেন, আরোগ্যের সংখ্যা মোট বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪
 
ভারতের সক্রিয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৬,৭৬৬
 
ভারতে সক্রিয়ভাবে আক্রান্তের হার মোট আক্রান্তের হারের চেয়ে ১ শতাংশের নিচে, বর্তমানে যা ০.২২ শতাংশ, মার্চ-২০২০'র পর সর্বনিম্ন
 
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬২ শতাংশ যা গত ৪২ দিন ধরে ১ শতাংশের নিচে
 
দৈনিক আক্রান্তের হার ০.৭৪ শতাংশ যা গত ৮৩ দিন ধরে ২ শতাংশের নিচে
 
এ পর্যন্ত ৬৭.১৯ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে
 
রাজ্যস্তরে ওমিক্রণ ভেরিয়েন্টের চিত্র-
 
১) মহারাষ্ট্র- ১০৮
২) দিল্লি-৭৯
৩) গুজরাট-৪৩
৪) তেলেঙ্গানা-৪১
৫) কেরালা-৩৮
৬) তামিলনাডু-৩৪
৭) কর্ণাটক-৩১
৮) রাজস্থান-২২
৯) পশ্চিমবঙ্গ-৬
১০) হরিয়ানা-৪
১১) ওড়িশা-৪
১২) অন্ধ্রপ্রদেশ-৪
১৩) জম্মু ও কাশ্মীর-৩
১৪) উত্তর প্রদেশ-২
১৫) চন্ডিগড়-১
১৬) লাদাখ-১
১৭) উত্তরাখণ্ড-১
সর্বমোট- ৪২২ জন।
 
 
CG/ SB


(Release ID: 1785385) Visitor Counter : 108