স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৩৮ কোটি ৩৫ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, ২০২০-র মার্চ থেকে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩২৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৯৭, যা ৫৭৪ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৫৯ শতাংশ, যা গত ৩৭ দিন ১ শতাংশের নীচে

Posted On: 21 DEC 2021 11:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৫৬ হাজার ৯১১। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৩৮ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ১৮১।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮৬,৪২৪

 

৯৬,৫১,৫৮৯

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৮৪,১৬১

 

,৬৭,৮১,৪০৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪৮,৮০,২৫,৩৪৬

 

২৯,৭৪,১৮,৬২১

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,১৮,৫৮,৮৯৬

 

১৪,১০,৬৫,৯৩৬

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১১,৯৮,৬৪,৯৩৯

 

,০০,৪০,৮৬৪

 

মোট

 

,৩৮,৩৪,৭৮,১৮১

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৯৫ হাজার ৬০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৫৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২৬ জন, যা ৫৮১ দিনে সর্বনিম্ন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৯ হাজার ৯৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.২৩ শতাংশ এবং ৫৭৪ দিনে সর্বনিম্ন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ১৪ হাজার ৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৬ কোটি ৬১ লক্ষ ৬২ হাজার ৬৫৯।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৫৯ শতাংশ, যা গত ৩৭ দিন ১ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৫৩ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৭৮ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ১১৩ দিন ৩ শতাংশের নীচে।


CG/BD/SB



(Release ID: 1783825) Visitor Counter : 163