পরিবেশওঅরণ্যমন্ত্রক
প্লাস্টিক উৎপাদক সংস্থাগুলি বন্ধ করা হবে
Posted On:
20 DEC 2021 3:03PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ ডিসেম্বর, ২০২১
মন্ত্রক ১২ আগস্ট ২০২১ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলী প্রকাশ করেছে। এই নিয়মাবলী অনুযায়ী ২০২২ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরণের প্লাস্টিক বেশি ব্যবহার করা যায়না এবং এগুলি যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়।
প্লাস্টিকের ক্যারিব্যাগের প্রসঙ্গে এই নিয়মাবলী অনুসারে ৭৫ মাইক্রোনের কম এ ধরণের ব্যাগ উৎপাদন, আমদানি, মজুত, বন্টন, বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ২০২২এর ৩১ ডিসেম্বর থেকে যেসব প্লাস্টিক ১২০ মাইক্রোনের কম মোটা সেগুলিকেও এই নিয়মের আওতায় আনা হবে। ২০১৬ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলী অনুযায়ী ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ লক্ষ্মৌ-এর ধাপায় প্লাস্টিকের বর্জ্য পদার্থের কারণে মাটি ও জলের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন বলা হয়েছে প্লাস্টিকের বিভিন্ন উপাদানের কারণে মাটি এবং ভূগর্ভস্থ জলের গুণমান হ্রাস পায়।
লোকসভায় আজ এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।
CG/CB/NS
(Release ID: 1783665)
Visitor Counter : 193