প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামীকাল (২১ ডিসেম্বর) প্রয়াগরাজ সফর করবেন এবং একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সেখানে ২ লক্ষেরও বেশি মহিলা অংশ নেবেন

Posted On: 20 DEC 2021 9:04AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২১ ডিসেম্বর) প্রয়াগরাজ সফর করবেন এবং দুপুর ১টার সময় একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে ২ লক্ষেরও বেশি মহিলা অংশগ্রহণ করবেন।

তৃণমূল পর্যায়ে মহিলাদের ক্ষমতায়ন, দক্ষতা বিকাশ ও উৎসাহদানের মাধ্যমে সশক্তিকরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের সাহায্য করার প্রয়াসের অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা হস্তান্তর করবেন। এতে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৬ লক্ষ মহিলা সদস্য উপকৃত হবেন। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা - জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন – এর আওতায় ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেকে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) – এর ১.১০ লক্ষ টাকা এবং ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী মাথাপিছু রিভলভিং ফান্ডের ১৫ হাজার টাকা করে পাবে। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যবসায়ী সহযোগীদের (ব্যবসায়িক প্রতিবেদক সখী – বিসি সখী) অ্যাকাউন্টে প্রতি মাসের জন্য ৪ হাজার টাকা বৃত্তি হস্তান্তর করবেন। এই বিসি সখীরা তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে আর্থিক পরিষেবা দিয়ে থাকে। এই কাজে ছ’মাসের জন্য ৪ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়, যাতে তারা কাজে স্থিতিশীল হয়ে লেনদেনের সাহায্যে কমিশনের মাধ্যমে উপার্জন শুরু করতে পারে। 

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল প্রকল্পের আওতায় ১ লক্ষ সুবিধাভোগীকে ২০ হাজার কোটি টাকারও বেশি অর্থ রাশি হস্তান্তর করবেন। এই প্রকল্পে একজন শিশু কন্যার জীবনের বিভিন্ন পর্যায়ে শর্ত-সাপেক্ষে নগদ হস্তান্তরের সুযোগ রয়েছে। প্রতেক সুবিধাভোগীকে মোট ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। জন্মের সময় ২ হাজার, এক বছরে সম্পূর্ণ টিকাদান হলে ১ হাজার, প্রথম শ্রেণিতে ভর্তির সময় ২ হাজার, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় ২ হাজার, নবম শ্রেণিতে ভর্তির সময় ৩ হাজার এবং দশম অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর যে কোনও ডিগ্রি/ডিপ্লোমা পাঠক্রমে ভর্তির সময় ৫ হাজার টাকা করে পাবে।

এদিন প্রধানমন্ত্রী ২০২টি পরিপূরক পুষ্টি উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ইউনিটগুলি গড়ে তোলা হবে। প্রতিটি ইউনিট গড়ে তুলতে প্রায় ১ কোটি টাকা খরচ হবে। এই ইউনিটগুলি রাজ্যের ৬০০টি ব্লকে সুসংহত শিশু বিকাশ প্রকল্প (আইসিডিএস)-এর আওতায় পরিপূরক পুষ্টি সরবরাহ করবে। 

 

CG/BD/SB



(Release ID: 1783541) Visitor Counter : 152