বিদ্যুৎমন্ত্রক
বিদ্যুৎ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি গত অর্থবর্ষের তুলনায় ৪৫ শতাংশ বেশি মূলধন ব্যয় করেছে
চলতি অর্থবর্ষের নভেম্বর পর্যন্ত পরিকাঠামো ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রকের বিনিয়োগ ৩৫ হাজার ৬২৮ কোটি ৬০ লক্ষ টাকা
Posted On:
19 DEC 2021 2:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২১
বিদ্যুৎ মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির ২০২১-২২ অর্থবর্ষে মূলধন ব্যয়ের ধার্য লক্ষ্য ছিল ৫০ হাজার ৬৯০ কোটি ৫২ লক্ষ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির ব্যয়ের পরিমাণ ছিল ২২ হাজার ১২৭ কোটি টাকা, যা আলোচ্য অর্থবর্ষে মোট মূলধন ব্যয়ের ৪৯.৩ শতাংশ।
অবশ্য, ২০২১-২২ অর্থবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি এখনও পর্যন্ত ৩২ হাজার ১৩৭ কোটি টাকা মূলধন ব্যয় করেছে, যা বার্ষিক ধার্য ব্যয়ের ৬৩.৪ শতাংশ।
মন্ত্রকের মূলধন ব্যয় গত অর্থবর্ষের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এমনকি, গত বছরের মূলধন ব্যয়ের তুলনায় এবার ৪৫ শতাংশ অগ্রগতি ঘটেছে।
বিদ্যুৎ মন্ত্রকের পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলির রূপায়ণে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। বিদ্যুৎ বন্টন ক্ষেত্রে পরিকাঠামো মানোন্নয়নে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি ১ হাজার ৫৯৩ কোটি ৭২ লক্ষ টাকা খরচ করেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় ব্যয়ের পরিমাণ ১ হাজার ৭ কোটি ৫১ লক্ষ টাকা। অন্যদিকে, উত্তর পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উন্নয়ন খাতে ৮৯০ কোটি টাকা খরচ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি ৩২ হাজার ১৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা মূলধন ব্যয়ের পাশাপাশি মন্ত্রকের উন্নয়নমূলক কর্মসূচিগুলির মাধ্যমে পরিকাঠামো ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার ৪৯১ কোটি ২৩ লক্ষ টাকা খরচ করেছে।
সার্বিক ভাবে নভেম্বর মাসের শেষ পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রক পরিকাঠামো উন্নয়ন খাতে ৩৫ হাজার ৬২৮ কোটি ৬০ লক্ষ টাকা বিনিয়োগ করেছে।
বিদ্যুৎ মন্ত্রকের সচিব সাপ্তাহিক ভিত্তিতে প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতির ওপর নজর রাখেন। এছাড়াও অন্যান্য মন্ত্রক ও রাজ্য সরকারগুলির সহায়তায় পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলিতে নিয়মিত নজরদারি ও সমন্বয় বজায় রাখা হয়।
CG/BD/AS/
(Release ID: 1783350)
Visitor Counter : 139