স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহারাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে আজ পুণেতে এনডিআরএফ-এর পঞ্চম ব্যাটেলিয়নের ক্যাম্প কমপ্লেক্সের উদ্বোধন, সিএফএসএল প্রাঙ্গণের নতুন ক্যাম্পাস পরিদর্শন এবং এর একটি নতুন ভবনের উদ্বোধন করেন

Posted On: 19 DEC 2021 6:41PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৯ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহারাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে আজ পুণেতে এনডিআরএফ-এর পঞ্চম ব্যাটেলিয়নের ক্যাম্প কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । পাশাপাশি তিনি সিএফএসএল-এর নতুন প্রাঙ্গণ পরিদর্শন এবং এর একটি নতুন ভবনের উদ্বোধন করেন । এনডিআরএফ কর্মীদের সঙ্গে মত বিনিময়ও করেন শ্রী শাহ । তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন । 
 
অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ জানান, এনডিআরএফ হল একটি আস্থার প্রতীক । এদের উপস্থিতিতেই মানুষের মনে নিরাপত্তা অনুভূতি হয় । সারা দেশ তাদের কাজে খুশি । যে কোন ধরণের দুর্যোগ, বন্যা, ভূমিধ্বস, ঝড়, বাড়ি ভেঙে পড়া বা বজ্রপাতের সময় এনডিআরএফ-এর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন । খুব অল্প সময়ে এত বড় দেশে এবং কঠিন এলাকায় অনুকূল পরিস্থিতিতেও বাহিনীর সদস্যরা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেন । নিজেদের জীবনের কথা চিন্তা না করে অপরের জীবন বাঁচাতেই তারা ঝাপিয়ে পড়েন । শ্রী শাহ বলেন, এনডিআরএফ-এর খ্যাতি শুধুমাত্র ভারতেই নয়, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে । এনডিআরএফ-কে বহুবার বিদেশে পাঠানো হয়েছে এবং সাফল্যের সঙ্গে তারা ছাপ রেখে এসেছেন । সমগ্র মানবজাতির কল্যাণে এনডিআরএফ দায়িত্ব ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, এনডিআরএফ এবং এসডিআরএফ-কে একসঙ্গে কাজ করতে হবে । এনডিআরএফ-এর তত্ত্বাবধানে এসডিআরএফ-এর দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি । ২০০৬ সালে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং সিআইএফএস কর্মীদের নিয়ে গঠিত এনডিআরএফ-এর আটটি ব্যাটেলিয়ন ছিল । এখন এই বাহিনীর ১৬টি ব্যাটেলিয়ন রয়েছে । এমনকি আঞ্চলিক স্তরে এবং ২৮টি শহরেরও উদ্ধারকারী দল রয়েছে । বিশ্বের যে কোন দেশে দুর্যোগপূর্ণ এলাকায় যে কোন পরিস্থিতিতে উদ্ধারকাজে উপযোগী করে তোলার জন্য বাহিনীকে গড়ে তোলার আহ্বানও জানান শ্রী শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাহিনীর জওয়ানদের কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য প্রশংসাও করেন । 
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন পুণের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেন্টার(এফএসএলপি) –এর একটি পরীক্ষাগার জাতির উদ্দেশে উৎসর্গ করেন । এখনও পর্যন্ত দেশে ৭টি এফএসএলপি ল্যাবরেটরি রয়েছে । দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে এই ধরণের পরীক্ষাগার গড়ে তোলা বিশেষ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি । শ্রী শাহ বলেন, প্রতিটি রাজ্যে রাজ্য সরকারের একটি করে ফরেন সায়েন্স কলেজ কলেজ প্রতিষ্ঠা করা উচিত । এই লক্ষ্য পূরণ করা সম্ভব হলে তবেই প্রতিটি জেলায় কমপক্ষে দুটি ভ্রাম্যমান এফএসএলপি স্থাপন করা সম্ভবপর হবে । 
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বর্তমান সরকার আজ যে বীজ বপন করছে আগামী দিনে তা বটবৃক্ষে পরিণত হবে । কেন্দ্রীয় সরকার এমন ধরণের এক সফটওয়্যার তৈরি করেছে, যা আদালত এবং এফএসএল-এর সঙ্গে যুক্ত করবে । অভ্যন্তরীণ নিরাপত্তা এখন দেশের সামনে এক বড় সমস্যা । মাদকদ্রব্য, অস্ত্র চোরাচালান, জাল মুদ্রা, সীমান্তে অনুপ্রবেশ ইত্যাদি প্রতিরোধ করার জন্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে সরকার একাধিক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে । 
 
CG/SS/RAB

(Release ID: 1783284) Visitor Counter : 161