সংস্কৃতিমন্ত্রক

দিল্লি 'বন্দে ভারত' নৃত্য উৎসবের গ্র্যান্ড ফিনালেতে হোস্ট করবে, ১৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে

এই প্রতিযোগিতায় ৭৩ টি দলের ৯৪৯ জন নৃত্যশিল্পী শীর্ষ সম্মান লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে

Posted On: 18 DEC 2021 2:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২১
 
দিল্লি এবার সারা ভারত 'বন্দে ভারত' নৃত্য উৎসব এর গ্র্যান্ড ফিনালেতে হোস্ট করবে। নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম অডিটোরিয়ামে আগামী ১৯ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এই উৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চল থেকে ৭৩ টি দলের মাধ্যমে ৯৪৯ নৃত্যশিল্পী অংশ নেবেন। প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালেতে শীর্ষ স্থান পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন। বিজয়ীরা আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাদের পারদর্শিতা দেখানোর সুযোগ পাবেন। যে কুচকাওয়াজ কেবল ভারতে নয়, বিদেশেও সমাদৃত হয়ে রয়েছে।
দিল্লিতে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতি মিনাক্ষি লেখি, পর্যটন প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট, বিশিষ্ট নৃত্য, সংগীত ও চলচ্চিত্র শিল্পী শ্রীমতি ইলা অরুণ ছাড়াও বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন। রানী খানম এবং তাঁর দল 'বন্দে ভারত' শিরোনামে একটি বিশেষ ভাবে কোরিওগ্রাফ করা নৃত্যানুষ্ঠান উপস্থাপনা করবেন। কিংবদন্তি নৃত্যশিল্পী তনুশ্রী শংকর এবং তার ট্রুপ এই উৎসবে  নৃত্য পরিবেশন করবেন।
'বন্দে ভারত' প্রতিরক্ষা এবং সংস্কৃতি মন্ত্রকের এক অনন্য প্রয়াস। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের অঙ্গ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, এই উৎসব ও প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিল্পীদের নির্বাচন করে তাঁদের আগামী ২৬ জানুয়ারি, ২০২২-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশের চারটি অঞ্চল থেকে ২০০ টি দল এবং ২,৪০০'র বেশি প্রতিযোগী যোগ দিয়েছিলেন। অঞ্চলভিত্তিক ফাইনাল প্রতিযোগিতা হয় কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লিতে গত ৯ থেকে ১২ ডিসেম্বর। যেখানে ১০৪ টি দল তাঁদের নৃত্য প্রতিভা বিচারকদের কাছে তুলে ধরেন। এই প্রতিযোগিতায় শাস্ত্রীয় নৃত্য থেকে শুরু করে, লোক, আদিবাসী প্রভৃতি নৃত্য প্রদর্শন করা হয়। পরবর্তী পর্যায়ে ১০৪ টি দল থেকে ৭৩ টি দল কে নির্বাচিত করে ৯৪৯ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। আগামী ১৯ ডিসেম্বর নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে মোট ৪৮০ জন শিল্পীকে নির্বাচিত করা হবে।
সারা দেশজুড়ে 'বন্দে ভারত' নৃত্য প্রতিযোগিতা জেলা পর্যায়ে গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল। এই প্রতিযোগিতায় মোট ৩২৩ টি দলের ৩,৮৭০ জন প্রতিযোগী যোগ দেয়। সফল প্রতিযোগীরা জেলা পর্যায় থেকে পরবর্তীকালে  রাজ্য পর্যায়ের নির্বাচিত হয়েছিল। রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় ২০ টি ভার্চুয়াল ইভেন্টস ছিল। রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা ৫ দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল, যার সমাপ্তি হয়েছে গত ৪ ডিসেম্বর, ২০২১।
রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় ৩০০ টি দলের ৩ হাজারেরও বেশি প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন।
আগামী ১৯ ডিসেম্বর নতুন দিল্লিতে যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে তা ফেসবুক এবং ইউটিউব এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এর ওয়েবসাইট নম্বর- vandebharatamnrityautsav.in
 
 
CG/SB


(Release ID: 1783131) Visitor Counter : 134