প্রতিরক্ষামন্ত্রক

ডিআরডিও নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি পি’ সফলভাবে পরীক্ষা করেছে

Posted On: 18 DEC 2021 12:33PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৮ ডিসেম্বর, ২০২১
 
দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) আজ সকাল ১১টা বেজে ৬ মিনিটে ওড়িশা উপকূলের ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি পি’-এর সফলভাবে পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুল পথে উচ্চ গতিতে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। অগ্নি পি হলো ক্যানিস্টারাইজড সলিড প্রপেলান্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন এবং এই ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক ব্যবস্থাপনা ও চমৎকৃত কর্মদক্ষতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব ও ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি এই উন্নত ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক সফল পরীক্ষার জন্য সংস্থার সমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
 
CG/SS/SKD/


(Release ID: 1783063) Visitor Counter : 240