স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
নতুন এইমস-এর মতো চিকিৎসা প্রতিষ্ঠান গুলির জন্য তহবিল অনুমোদনের বর্তমান পরিস্থিতি
प्रविष्टि तिथि:
17 DEC 2021 2:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনা'র অধীন অনুমোদিত নতুন এইমস হাসপাতাল গুলির জন্য বাজেট বরাদ্দের মধ্যে থেকে তহবিল অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য এই প্রকল্প খাতে যে তহবিল অনুমোদন করেছে তা নিম্নরূপ-
এইমস হাসপাতাল-
রায়বেরিলি, উত্তর প্রদেশ।
মঙ্গলাগিরি, অন্ধপ্রদেশ।
নাগপুর, মহারাষ্ট্র।
কল্যানী, পশ্চিমবঙ্গ।
গোরখপুর, উত্তর প্রদেশ।
ভাতিন্ডা, পাঞ্জাব।
গুয়াহাটি, আসাম।
বিলাসপুর, হিমাচল প্রদেশ।
দেওঘর, ঝাড়খন্ড।
বিজয়নগর, জম্মু।
অবন্তীপুরা, কাশ্মীর।
রাজকোট, গুজরাট।
বিবিনগর তেলেঙ্গানা।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রভীন পাওয়ার এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1782875)
आगंतुक पटल : 175