কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএমএফবিওয়াই-এর আওতায় মূল ভর্তুকিতে কেন্দ্রের অংশ

Posted On: 17 DEC 2021 3:14PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  ডিসেম্বর, ২০২১

 

সরকার ২০২০র খরিফ মরশুম থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (পিএমএফবিওয়াই)কে আরও কার্যকর করে তুলেছে। এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের জন্য মূল ভর্তুকির ৫০ শতাংশের পরিবর্তে ৯০ শতাংশ এখন কেন্দ্র দিয়ে থাকে। বাকি অর্থ রাজ্যসরকার দেয়। তবে অন্যান্য রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব সমান।  

এই প্রকল্পে মোট বাজেটের ৩ শতাংশ প্রশাসনিক কাজে ব্যয় করা হয়, যার সাহায্যে পরিকাঠামো ও উন্নত প্রযুক্তির সুবিধা কৃষকরা পেতে পারেন। এছাড়াও সিসিই এগ্রি অ্যাপ ব্যবহার করতে উৎসাহদানের উদ্দেশ্যে  স্মার্ট ফোন কিনলে তার ৫০ শতাংশ অর্থ কেন্দ্র দিয়ে থাকে। এই অ্যাপের মাধ্যমে ফসল কাটার তথ্য জাতীয় শস্য বিমা পোর্টাল এনসিআইটি-তে পাঠানো হয়। রাজ্যগুলি প্রধান প্রধান ফসলের ক্ষেত্রে পঞ্চায়েত স্তরে এই প্রকল্পের ৫০ শতাংশ অর্থ কৃষকদের মধ্যে বন্টন করে। রাজ্য সরকারগুলির কাছ থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনলে সে বাবদ ৫০ শতাংশ অর্থ কৃষকদের দেওয়া হয়। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

CG/CB/NS


(Release ID: 1782865) Visitor Counter : 168