প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে ভারতের বিজয়ের ৫০ বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন

Posted On: 16 DEC 2021 1:35PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৬ ডিসেম্বর, ২০২১
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে ভারতের জয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া পোস্টের বিশেষ দিবসের প্রচ্ছদ এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত বছর আজকের দিনেই স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপন শুরু হয়। 
 
ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর আত্মসমর্পণ এবং ভারতীয় সেনার এই জয়কে স্মরণে রেখে প্রতি বছর ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। ১৯৭১ সালের আজকের দিনেই পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সেনা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী ভারতের পূর্বাঞ্চলীয় সেনা বাহিনীর কাছে চূড়ান্ত পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এই নথিতে ভারতের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় সেনার ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ জগজীৎ সিং অরোরা স্বাক্ষর করেন। 
 
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল দেশের সেনা বাহিনীর বীরত্ব, পেশাদারিত্ব এবং সূক্ষ্ম পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে। এই ডাকটিকিটে দেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর দৃঢ়তার দিকটিকে তুলে ধরা হয়েছে। এই স্মারক ডাক টিকিটটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনাকে স্মরণ করে। দেশের নৌ বাহিনীর লেফটেন্যান্ড জেনারেল কুশল চন্দ্রশেখরের নকশা করা ‘স্বর্ণিম বিজয় বর্ষ’-এর লোগো এই ডাকটিকিটে রয়েছে। ‘স্বর্ণিম বিজয় বর্ষ’ স্মারক ডাকটিকিট চালু করার মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, বীরত্বকে তুলে ধরার পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের দিকটিও উঠে এসেছে। এদিন এই ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট, যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহ্বান, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
CG/SS/SKD/

(Release ID: 1782459) Visitor Counter : 182