সংস্কৃতিমন্ত্রক

মানব জাতির অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ‘কলকাতার দুর্গাপুজো’কে ইউনেস্কো স্থান দিয়েছে

Posted On: 15 DEC 2021 6:30PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫  ডিসেম্বর, ২০২১

 

            ইউনেসকোর আন্তঃসরকারি কমিটির অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত  ২০০৩ কনভেনশন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ফ্রান্সের প্যারিসে ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত কমিটির ষোড়শ অধিবেশনে মানব জাতির অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ‘কলকাতার দুর্গাপুজো’কে স্থান দেওয়া হয়েছে। দুর্গাপুজা সম্পর্কে বলতে গিয়ে কমিটি জানায় এই উৎসব আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে ব্যক্তি বিশেষ এবং মহিলারা সকলেই অংশগ্রহণ করেন।  

            এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তরপূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন আমাদের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও রীতি-নীতির সঙ্গম এবং নারীশক্তির উদযাপন ও নারীত্বকে সম্মান করার  ভাবনার স্বীকৃতি এর মাধ্যমে পাওয়া গেল।  

            দুর্গাপুজো শুধু নারীশক্তির উদযাপনই নয় এর মাধ্যমে নৃত্য, সঙ্গীত, শিল্পকলা, রীতি-নীতি, রন্ধন প্রণালি  ও সাংস্কৃতিক বিভিন্ন দিকের সর্বাঙ্গসুন্দর প্রকাশ ঘটে।  জাতি, বর্ণ ও আর্থিক অবস্থার  বিভাজনকে অতিক্রম করে সকলে একযোগে এই উৎসব উদযাপন করেন।     

            ইউনেসকোর অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের এই মর্যাদাপূর্ণ তালিকায় ভারতের ১৪তম উপাদান হিসেবে দুর্গাপুজো অন্তর্ভুক্ত হলো। এর আগে ২০১৭ সালে কুম্ভমেলা এবং ২০১৬ সালে যোগ তালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০০৩ ইউনেসকো কনভেনশনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন অতুলনীয় ঐতিহ্যকে রক্ষা করা। ভারত এই কনভেনশনে অন্যতম স্বাক্ষরকারী। বিভিন্ন রীতি-নীতির বহিঃপ্রকাশ, জ্ঞান, দক্ষতা ও শিল্পকর্ম অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের  নানা উপাদান। এছাড়াও সাংস্কৃতিক অভিব্যাক্তির পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞান, রীতি-নীতি ও নানা নিয়মকানুন মেনে চলার ঐতিহ্যের বিষয়টিকে এখানে বিবেচনা করা হয়।      

 

CG/CB/NS



(Release ID: 1782024) Visitor Counter : 273