কৃষিমন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৬ ডিসেম্বর প্রাকৃতিক চাষের বিস্তারিত রূপ উপস্থাপন শীর্ষক কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন

Posted On: 13 DEC 2021 5:44PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৩ ডিসেম্বর, ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টায় প্রাকৃতিক চাষের বিস্তারিত রূপ উপস্থাপন শীর্ষক কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গুজরাটের আনন্দ-এ এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভাইব্রেন্ট গুজরাট সম্মেলনের অঙ্গ হিসেবেই এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। 
 
এই সম্মেলনে ৫ হাজার কৃষক অংশগ্রহণ করবেন। এছাড়াও আইসিএআর-এর আওতাধীন ৮০টি কেন্দ্রীয় প্রতিষ্ঠান, রাজ্য ভিত্তিক কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি অংশ নেবে। পাশাপাশি ‘আত্মা’ প্রকল্পের আওতাধীন প্রাকৃতিক চাষের সুবিধাগুলি সম্পর্কে কৃষকদের কাছ থেকে সরাসরি জানবার সুযোগ থাকছে এখানে। সারা দেশের কৃষক এবং সাধারণ মানুষ https://pmindiawebcast.nic.in –এই লিঙ্কের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। দূরদর্শনেও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
 
গত কয়েক বছরে কৃষকদের আয় বৃদ্ধিতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের চাষের কাজে খরচ কমাতে, কৃষিজাত ফসল বাজারে যথাসময়ে পৌঁছে দিতে এবং কৃষকদের লাভের অঙ্ক বৃদ্ধিতে সরকার একাধিক উদ্যোগের পাশাপাশি সাহায্য করেছে। 
 
বিনা অর্থে প্রাকৃতিক চাষ সম্পর্কে : 
 
বিনা অর্থ ব্যয়ে প্রাকৃতিক চাষকে একটি প্রতিশ্রুতিশীল হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে উপকরণ কেনার ওপর কৃষকদের নির্ভরতা এবং ঐতিহ্যগত প্রযুক্তির ওপর নির্ভর করে কৃষি কাজের খরচ কমিয়ে মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়। এই চাষ এক ফসল থেকে বহু ফসল উৎপাদন পদ্ধতি সংক্রান্ত কৃষি কাজে স্থানান্তরের ওপর জোর দিয়েছে। দেশি গরু, তার গোবর এবং মূত্র কৃষি কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থেকে। এর সাহায্যে খামারে ‘বীজামৃত’, ‘জীবামৃত’ এবং ‘ঘাঞ্জিভামৃত’ –এর মতো বিভিন্ন উপকরণ তৈরি করা যায়। এতে ফসল উৎপাদনের জন্য মাটির স্বাস্থ্যের উন্নতি সম্ভব। অন্যান্য ঐতিহ্যগত প্রথা, যেমন জৈব পদ্ধতিতে মাটিকে ঢেকে রাখা বা সারা বছর মাটিকে সবুজ আবরণে ঢেকে রাখা হলে চাষের সময় পর্যাপ্ত জল না পাওয়া গেলেও ফসল উৎপাদন ভালো হবে। 
 
এই জাতীয় কৌশলগুলির ওপর জোর দেওয়ার জন্য এবং দেশের প্রান্তিক অঞ্চলে কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিতে গুজরাট সরকার ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গুজরাটের আনন্দ-এ প্রাকৃতিক চাষের বিস্তারিত রূপ উপস্থাপন শীর্ষক কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। বিশিষ্ট বক্তাদের এই প্রাকৃতিক চাষের ওপর চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সারা দেশের ৩০০ জনেরও বেশি প্রদর্শনকারীর উপস্থাপিত প্রদর্শনী এই সম্মেলনের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা যাচ্ছে।
 
CG/SS/SKD/


(Release ID: 1781275) Visitor Counter : 188