ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদি আবার বিশ্ব স্তরে পৌঁছেছে; মার্কিন ফ্যাশন ব্র্যান্ড "প্যাটাগোনিয়া" তাদের পোশাকের জন্য খাদি ডেনিম বেছে নিয়েছে

Posted On: 13 DEC 2021 11:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২১
 
খাদি হচ্ছে স্থায়িত্ব এবং বিশুদ্ধতার প্রতীক। বিশ্বের ফ্যাশন অঙ্গনে খাদি একটি বড় ভূমিকা গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড "প্যাটাগোনিয়া"এখন ডেনিম পোষাক তৈরির জন্য খাদি হস্তশিল্পের ডেনিম ফেব্রিক ব্যবহার করছে। প্যাটাগোনিয়া, ভারতের টেক্সটাইল সংস্থা অরবিন্দ বিলের মাধ্যমে গুজরাট থেকে প্রায় ৩০ হাজার মিটার খাদি ডেনিম ফেব্রিক ১.০৮ কোটি টাকা দিয়ে কিনেছে।
 
খাদি ও গ্রামীণ শিল্প কমিশন, কেভিআইসি ২০১৭ সালের জুলাই মাসে সারাবিশ্বে খাদি ডেনিম পণ্যের ব্যবসা করার জন্য আমেদাবাদের অরবিন্দ মিলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এরপর থেকেই অরবিন্দ মিলস প্রতিবছর গুজরাটের খাদি প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে খাদি ডেনিম ফেব্রিক ক্রয় করছে।
 
খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের এই নতুন উদ্যোগটি কেবল গুজরাটের খাদি শিল্পী  ও কারিগরদের অতিরিক্ত কর্মঘন্টা তৈরি করছে না বরং প্রধানমন্ত্রীর "লোকাল থেকে গ্লোবাল" স্বপ্নকেও পূরণ করছে। প্যাটাগোনিয়া-র মাধ্যমে খাদি ডেনিম ক্রয়ের মাধ্যমে অতিরিক্ত ১.৮০ লক্ষ কর্মঘন্টা তৈরি করেছে, যা খাবি কারিগরদের জন্য ২৭,৭২০ জনের কাজ সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্ডারটি ২০২০ সালের অক্টোবর মাসে দেওয়া হয়েছিল। এটি ১২ মাসের সময়সূচি অনুযায়ী কার্যকর করা হয়েছে অর্থাৎ ২১ অক্টোবরের মধ্যে।
 
খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, খাদি হচ্ছে বিশ্বের সবচেয়ে টেকসই এবং পরিবেশ বান্ধব ফেব্রিক। পরিবেশবান্ধব ফেব্রিকের পাশাপাশি সবচেয়ে বেশি ফ্যাশনেবল এবং পরিধানযোগ্য হয়ে উঠেছে। খাদি ডেনিম বিশ্বের একমাত্র হস্তশিল্পের ডেনিম কাপড় যা দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। খাদি ডেনিম ফেব্রিকের উচ্চতর গুণমান, আরাম, জৈব এবং পরিবেশবান্ধব গুণাবলীর কারণে শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড  গুলি এটি ব্যবহার করছে। এর চাহিদাও ক্রমবর্ধমান। কাজেই খাদি ডেনিম প্রধানমন্ত্রীর দ্বারা পরিকল্পিত "লোকাল থেকে গ্লোবাল"- এর একটি উপযুক্ত উদাহরণ বলে শ্রী সাক্সেনা জানান। প্যাটাগোনিয়া'র একটি দল গতবছর খাদি ডেনিম তৈরির প্রক্রিয়া দেখতে গুজরাটের রাজকোটের গোণ্ডালে অবস্থিত একটি খাদি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। হস্তনির্মিত খাদি ডেনিম ফেব্রিকের উৎপাদন প্রক্রিয়া এবং গুণমান দেখে তাঁরা প্রভাবিত হয়ে অরবিন্দ মিলস- এর মাধ্যমে খাদি ডেনিম কাপড় বিভিন্ন পরিমাণে ক্রয়ের জন্য অর্ডার দেন।
 
এই অর্ডার দেওয়ার আগে প্যাটাগোনিয়া গোন্ডালে ডেনিম উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া সরেজমিনে দেখেন। যেমন স্পিনিং, উইভিং, কার্ডিং, ডাইং থেকে শুরু করে মজুরি প্রদান, শ্রমিকদের বয়স প্রভৃতি। ভারতের এই খাদি প্রতিষ্ঠান থেকে পণ্য সামগ্রী ক্রয় করতে তাঁরা সম্মত প্রকাশ করেন।
 
CG/ SB

(Release ID: 1780993) Visitor Counter : 182