প্রতিরক্ষামন্ত্রক

পিনাকার বর্ধিত পরিসীমা ব্যবস্থা, এরিয়া ডিনায়েল ক্ষমতাসম্পন্ন যুদ্ধাস্ত্র এবং দেশীয় প্রযুক্তির নতুন ফিউজের সফল পরীক্ষা

Posted On: 11 DEC 2021 11:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর,  ২০২১

 

পিনাকা রকেট লঞ্চার ব্যবস্থার বর্ধিত পরিসীমা বা (পিনাকা – ইআর), এরিয়া ডিনায়েল ক্ষমতাসম্পন্ন যুদ্ধাস্ত্র এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিউজের বিভিন্ন জায়গায় সফল পরীক্ষা চালানো হয়েছে। পোখরানে পিনাকা ইআর – এর পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন বা ডিআরডিও পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিসমেন্ট এবং হাই এনার্জি মেটেরিয়ালস্ রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে যৌথভাবে এই রকেট লঞ্চারের উদ্ভাবন করেছে। এরপর এই প্রযুক্তি, শিল্প সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের অঙ্গ হিসাবে রকেট লঞ্চার সঠিকভাবে কাজ করছে কিনা , সেটি ডিআরডিও পরীক্ষা করে দেখেছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য গত দশকে পিনাকা তৈরি করা হয়েছিল। পিনাকা ইআর – এর নতুন উন্নত সংস্করণ।

পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিসমেন্ট বিভিন্ন যুদ্ধাস্ত্র উদ্ভাবন করে। পিনাকার জন্য এরিয়াল ডিনায়েল ক্ষমতাসম্পন্ন সরঞ্জামটি এখান থেকে তৈরির পর সেটি পোখরানে সফলভাবে উৎক্ষেপণের কাজে সাহায্য করেছে। এছাড়াও, পুণের এই সংস্থার পিনাকা রকেটের জন্য যে ফিউজগুলি বানিয়েছে, সেগুলিরও সফল পরীক্ষা হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই ফিউজগুলি তৈরি হওয়ায় ভবিষ্যতে বিদেশি অর্থের সাশ্রয় হবে।  

 

CG/CB/SB



(Release ID: 1780568) Visitor Counter : 178