স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

এবি-পিএমজেএওয়াই – এর আওতায় কোভিড-১৯ ও ডেঙ্গুর মতো অসুখের চিকিৎসা করা যাবে

Posted On: 07 DEC 2021 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২১
 
আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)-এ কোভিড-১৯ এবং ডেঙ্গুর চিকিৎসা করা যাবে। কোভিড-১৯ এর ক্ষেত্রে আইসিএমআর – এর নির্দেশ অনুযায়ী, পরীক্ষাগারে পিসিআর টেস্ট করলে সেই খরচ মিটিয়ে দেওয়া হবে। ডেঙ্গুর ক্ষেত্রে দু’ধরনের জ্বর এবং ডেঙ্গু শক সিন্ড্রমের চিকিৎসার জন্য এবি-পিএমজেএওয়াই – এ কোনও অর্থ লাগবে না। 
দেশের বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে এবি-পিএমজেএওয়াই – এর আওতায় ২০ লক্ষ ৫১ হাজার ৬৯২টি নমুনা পরীক্ষা এবং ৮ লক্ষ ২৯ হাজার ৮২৬ জনের চিকিৎসার খরচ বহন করা হয়েছে। এর মধ্যে আসামে ৩৩২, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩২ এবং ত্রিপুরায় ১টি নমুনা পরীক্ষার খরচ এই প্রকল্পে বহন করা হয়েছে। আসামে ১ হাজার ২৮ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৭ জন এবং ত্রিপুরাতে ৫৪ জন কোভিড আক্রান্তের চিকিৎসার খরচ এই প্রকল্পের মাধ্যমে বহন করা হয়েছে। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার।
 
CG/CB/SB


(Release ID: 1779067) Visitor Counter : 110