উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

উপরাষ্ট্রপতি নাগরিক পরিষেবা গুলির সঠিক পরিবর্তনের জন্য সিভিল সার্ভিসের নৈতিক পুনরুত্থানের আহ্বান জানিয়েছেন


দুর্নীতি প্রতিহত করতে কখনোই কার্পণ্য করবেন না, দুর্নীতি প্রতিরোধ আইনের কঠোর প্রয়োগের জন্য এগিয়ে যান : উপরাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি শ্রী প্রভাত কুমারের লেখা 'পাবলিক সার্ভিস এথিক্স' বইটি প্রকাশ করেছেন

Posted On: 05 DEC 2021 1:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২১
 
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু নাগরিক পরিষেবা গুলির সঠিক পরিবর্তনের জন্য সিভিল সার্ভিসের নৈতিক বিকাশের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং প্রশাসনের সকল স্তরে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। উপরাষ্ট্রপতি বলেছেন দুর্নীতি প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সে সরকারি কর্মচারী হোক বা জনপ্রতিনিধি হোক।
 
একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, যেসব সরকারি কর্মচারী আন্তরিকভাবে সক্রিয় হয়ে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন তাঁদের হয়রানি করা যাবে না। দুর্নীতি পরায়ন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করতে গেলে কর্মকর্তাদের নিরুৎসাহিত করা উচিত নয়।
 
শ্রী ভেঙ্কাইয়া নাইডু আজ উপরাষ্ট্রপতি নিবাসে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবং ভারত সরকারের প্রাক্তন ক্যাবিনেট সচিব শ্রী প্রভাত কুমারের লেখা 'পাবলিক সার্ভিস এথিক্স' বইটি প্রকাশ করে এই বক্তব্য রাখেন।
 
তিনি বলেন যে, এটা লক্ষ্য করা হয়েছে যে সমাজের নৈতিক মূল্যবোধের একটা সাধারন পতন ঘটেছে। সেজন্য নৈতিক ভারত এথিক্যাল ইন্ডিয়া'র জন্য সামাজিক আন্দোলনের প্রয়োজন।
 
এ প্রসঙ্গে শ্রী নাইডু সরকারি কর্মচারীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে, এর ফলে কেবলমাত্র তরুণ কর্মকর্তাদের অনুপ্রেরণা দেবে তা নয়, অন্যান্যদেরও উৎসাহিত করবে। সাধারণ স্থানীয় সরকারি কর্মচারীদের সাফল্যের খবর প্রচারের জন্য গণমাধ্যমের কাছে তিনি আহ্বান জানান।
 
উদ্যোগী এবং কর্মঠ সরকারি কর্মচারীদের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করে সেই নাইডু উল্লেখ করেন যে, অনেক তরুণ আধিকারিক স্বচ্ছ ভারতের মতো কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েছেন।
 
একজন নৈতিক ও অনুপ্রাণিত সরকারি কর্মচারীর গুণাবলীর কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, একজন আদর্শ কর্মকর্তার উচিত তার পরিধিতে শূন্যতার অমীমাংসিততা নিশ্চিত করা। কর্মস্থলে সর্বোত্তম দক্ষতা ও সততার গুণাবলী প্রদর্শন করতে হবে। জনগণের প্রতি এবং সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হতে হবে।
 
সুশাসনের জন্য ভাল প্রতিষ্ঠান গুরুত্বের প্রতি বিশেষ জোর দিয়ে শ্রী নাইডু বলেন, অহেতুক দেরি না করে সময়মতো পরিষেবা দেওয়া প্রয়োজন।
 
বইটির লেখক শ্রী প্রভাত কুমার ছাড়াও এই বই প্রকাশ অনুষ্ঠানে আইসি সেন্টার অফ গভর্নেন্স-এর ভাইস প্রেসিডেন্ট শ্রী মহেশ কাপুর, আইসি সেন্টার অফ গভর্নেন্সের সেক্রেটারি জেনারেল শ্রী শান্তি নারায়ন সহ অন্যান্য অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্টস উপস্থিত ছিলেন।
 
 
CG/ SB


(Release ID: 1778329) Visitor Counter : 152