অর্থমন্ত্রক
আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে ৩ কোটির বেশির আয়কর রির্টান দাখিল; যে সমস্ত করদাতা ২০২১-২২ অ্যাসেসমেন্ট বর্ষে আয়কর রির্টান দাখিল করেননি তাদের দ্রুত রির্টান দাখিলের পরামর্শ
प्रविष्टि तिथि:
05 DEC 2021 2:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ ডিসেম্বর, ২০২১
আয়কর দপ্তরের নতুন ই-দাখিল পোর্টালে গত তেসরা ডিসেম্বর পর্যন্ত ৩ কোটির বেশি আয়কর দাখিল হয়েছে। দৈনিক ভিত্তিতে আয়কর রির্টান দাখিলের সংখ্যা ৪ লক্ষের বেশি এবং তা ক্রমাগত বাড়ছে। আয়কর রির্টান দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর যেহেতু এগিয়ে আসছে তাই রির্টান দাখিলের সংখ্যাও রোজ বাড়ছে।
আয়কর দপ্তর ই-দাখিল পোর্টালের মাধ্যমে টিডিএস এবং কর মাশুলের পরিমাণ সঠিক রয়েছে কিনা তা যাচাই করার জন্য ফর্ম ২৬ এএস এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট খতিয়ে দেখার জন্য সমস্ত করদাতাদের অনুরোধ জানানো হচ্ছে। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যে ডেটা উল্লেখ করা হয়েছে, তা ক্রস চেক বা পুনরায় যাচাই করে নেওয়া প্রয়োজন।
২০২১-২২ অ্যাসেসমেন্ট বর্ষে আয়কর রির্টান দাখিলের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩ লক্ষ হয়েছে। এরমধ্যে, ৯৮.৯৮ শতাংশ বা ১ কোটি ৭৮ লক্ষ আইটিআর ১, ৮ শতাংশ বা ২৪ লক্ষ ৪২ হাজার আইটিআর ২, ৮.৭ শতাংশ বা ২৬ লক্ষ ৫৮ হাজার আইটিআর ৩, ২৩.১২ শতাংশ বা ৭০ লক্ষ ৭ হাজার আইটিআর ৪, ২ লক্ষ ১৪ হাজার আইটিআর ৫, ৯১ হাজার আইটিআর ৬ এবং ১৫ হাজার আইটিআর ৭ ফর্ম দাখিল রয়েছে। এমনকি, ৫২ শতাংশ আয়কর দাখিল ওই পোর্টালে অনলাইন মারফৎ জমা হয়েছে। বাকি রির্টান দাখিল অফলাইনে জমা হয়েছে। জমা পড়া আইটিআর প্রসেস ও রিফান্ড দেওয়ার ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি ও অন্যান্য পদ্ধতি মারফৎ ই-যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরী। উল্লেখ করা যেতে পারে, ২ কোটি ৬৯ লক্ষ রির্টান ই-যাচাই করা হয়েছে। এরমধ্যে, আধার ভিত্তিক ওটিপি মারফৎ ২ কোটি ২৮ লক্ষের বেশি আইটিআর ই-যাচাই করা হয়েছে।
সদ্য সমাপ্ত নভেম্বর মাসে যাচাই করা ৪৮ শতাংশ আইটিআর ১, ২ ও ৪ ফর্ম ই-যাচাইয়ের দিনেই প্রসেস করা হয়েছে। একই ভাবে যাচাই হওয়া ২ কোটি ১১ লক্ষ আইটিআর প্রসেস করা হয়েছে এবং ২০১১-২২ অ্যাসেসমেন্ট বর্ষে ৮২ লক্ষ ৮০ হাজারের বেশি ক্ষেত্রে রিফান্ড মেটানো হয়েছে। করদাতাদের অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান নাম্বার যুক্ত করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে, যাতে আয়কর রিফান্ড জমা পড়ার পরিবর্তে ফেরৎ না চলে যায়।
আয়কর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত তেসরা ডিসেম্বর পর্যন্ত ৩৪ লক্ষ ১ হাজারের বেশি স্ট্যাচুটরি ফর্ম জমা পড়েছে। এরমধ্যে, ১৫ লক্ষ ১১ হাজার টিডিএস স্টেটমেন্ট, ১ লক্ষ ৫৬ হাজার ফর্ম ১০এ, বকেয়া বেতনের ক্ষেত্রে ৩ লক্ষ ২৯ হাজার ১০ই ফর্ম, আবেদন দাখিল সম্পর্কিত ৪৯ হাজার ২৯৫টি ফর্ম ৩৫ জমা পড়েছে। এছাড়াও ৭ লক্ষ ৮১ হাজারের বেশি ১৫সিএ এবং ১ লক্ষ ৮২ হাজারের বেশি ১৫সিবি ফর্ম দাখিল হয়েছে। অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে ২৯ লক্ষ ৫৪ হাজারের বেশি ই-প্যান জারি করা হয়েছে।
আয়কর দপ্তর আগাম আয়কর রির্টান জমা করার জন্য করদাতাদের ই-মেল, এসএমএস এবং গণমাধ্যমে বিশেষ প্রচারমূলক অভিযান চালিয়ে সচেতন করে থাকে।
২০২১-২২ অ্যাসেসমেন্ট বর্ষে যে সমস্ত করদাতা এখনও আয়কর রির্টান দাখিল করেননি, তাদের যত দ্রুত সম্ভব রির্টান দাখিলের অনুরোধ করা হচ্ছে, যাতে শেষ মুহূর্তের ভীড় এড়ানো যায়।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1778275)
आगंतुक पटल : 294