বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

আজাদি কা ডিজিটাল মহোৎসব


“ন্যাশনাল প্রোগ্রাম ফর গভর্নমেন্ট স্কুল : রেসপন্সেবল এআই ফর ইয়ুথ’ কর্মসূচির আওতায় তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ২০টি কৃত্রিম মেধা সংক্রান্ত প্রকল্পকে পুরস্কৃত করেছেন

Posted On: 02 DEC 2021 12:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
২৯শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত আজাদি কাম ডিজিটাল মহোৎসব সপ্তাহ উদযাপিত হচ্ছে। এই উৎসবে রাষ্ট্রীয় বিদ্যালয়গুলি জাতীয় কর্মসূচির আওতায় কৃত্রিম মেধা ব্যবহার করে বিভিন্ন সামাজিক ও আর্থিক সমস্যার সমাধান সংক্রান্ত একটি প্রতিযোগিতায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ২০টি প্রকল্পকে পুরস্কৃত করেছেন। অনুষ্ঠানে বিএসএফ হাইটেক আন্ডারটেকিং ফর ম্যাক্সিমাইজিং ইনোভেশন বা ভূমি প্রকল্পের আওতায় তিনি বিভিন্ন স্টার্টআপ সংস্থাকে পুরস্কৃত করেন। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যে সমস্ত সমস্যার সম্মুখীণ হয়, সেগুলি শনাক্ত করে সফলভাবে তার সমাধান খুঁজে বার করা হয়েছে।
 
যে ২০টি প্রকল্প পুরস্কৃত হয়েছে তার মধ্যে উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগের ফাটা গভর্নমেন্ট ইন্টার কলেজের মণীষা রমলার মেডিসিনাল লিফ মোবাইল অ্যাপ বিশেষ প্রশংসিত হয়েছে। এই অ্যাপে বিভিন্ন ঔষধি গাছের পাতা সম্পর্কে অবহিত করা হয়েছে। অরুণাচল প্রদেশের আর্য ট্যাঙ্গিং সড়ক দুর্ঘটনার সম্ভাবনা কমাতে কৃত্রিম মেধার সাহায্যে একটি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এছাড়াও, জমির ফসলকে পশুপাখিদের হাত থেকে রক্ষা করার জন্য রাজস্থানের ইন্দ্রপুরার মোহিত টেলর এবং সোনিয়া মিশ্রর কৃত্রিম মেধা-ভিত্তিক প্রকল্পটি প্রশংসা পেয়েছে।
 
ভূমি প্রকল্পের প্রশংসা করে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের শ্রী অজয় সহনেয় বলেন, ভারতের সর্বত্র অনেক প্রতিভা লুকিয়ে আছে। আমাদের সেই প্রতিভাগুলিকে কাজে লাগাতে হবে। এইভাবে সরকারি সম্পদ ব্যবহার করে আমরা সব সমস্যার সমাধান করবো  
 
CG/CB/SB


(Release ID: 1777481) Visitor Counter : 124