অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
আইসিএমআর সার্স- কোভ-২ এর আণবিক পরীক্ষার জন্য ছ'টি পদ্ধতির অনুমোদন দিয়েছে
Posted On:
01 DEC 2021 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ ডিসেম্বর, ২০২১
২৮ নভেম্বর, ২০২১,এর অ্যালগরিদম বিধি নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিশেষ বিধি নিষেধ জারি করেছেন।
নিম্নলিখিত প্রশ্নগুলি প্রায়শই যাত্রীদের কাছ থেকে আসছে। তাঁদের সুস্পষ্টভাবে বোঝার জন্য এবং নিরাপদ ও সুরক্ষিত আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য এই তথ্য জানানোর ব্যবস্থা করা হচ্ছে।
আন্তর্জাতিক উড়ান যাত্রীদের ক্ষেত্রে বিধি নির্দেশিকা জানার জন্য তাঁরা নিম্নলিখিত ওয়েবসাইট দেখতে পারেন।
প্রশ্ন ১) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কি ধরনের আরটি-পিসিআর পরীক্ষা অনুমোদন করেছে?
উত্তর- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ নিম্নলিখিত পরীক্ষা গুলি অনুমোদন করেছে।
১) ওপেন সিস্টেম আরটি-পিসিআর।
২) ট্রু ন্যাট।
৩) জেনেক্সপার্ট।
৪) আরটি ল্যাম্প।
৫) কৃসপার/ টাটাএমডি চেক/ ফেলুডা।
৬) অ্যাবট আইডি নাও।
৭) একুলা বাই থারমো ফিশার।
৮) রেপিড আরটি-পিসিআর।
৯) কোভিডি এক্স ডাইরেক প্লেক্স।
CG/ SB
(Release ID: 1777053)
Visitor Counter : 219