অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

আইসিএমআর সার্স- কোভ-২ এর আণবিক পরীক্ষার জন্য ছ'টি পদ্ধতির অনুমোদন দিয়েছে

Posted On: 01 DEC 2021 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ ডিসেম্বর, ২০২১
 
 
২৮ নভেম্বর, ২০২১,এর অ্যালগরিদম বিধি নির্দেশিকা অনুযায়ী আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিশেষ বিধি নিষেধ জারি করেছেন।
 
নিম্নলিখিত প্রশ্নগুলি প্রায়শই যাত্রীদের কাছ থেকে আসছে। তাঁদের সুস্পষ্টভাবে বোঝার জন্য এবং নিরাপদ ও সুরক্ষিত আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য এই তথ্য জানানোর ব্যবস্থা করা হচ্ছে।
 
আন্তর্জাতিক উড়ান যাত্রীদের ক্ষেত্রে বিধি নির্দেশিকা জানার জন্য তাঁরা নিম্নলিখিত ওয়েবসাইট দেখতে পারেন।
https:// www.mohfw.gov.in/pdf/Guidelinesforinternationalarrivalsdated30thNovember2021.pdf.
 
প্রশ্ন ১) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কি ধরনের আরটি-পিসিআর পরীক্ষা অনুমোদন করেছে?
 
উত্তর- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ নিম্নলিখিত পরীক্ষা গুলি অনুমোদন করেছে।
 
১) ওপেন সিস্টেম আরটি-পিসিআর।
২) ট্রু ন্যাট।
৩) জেনেক্সপার্ট।
৪) আরটি ল্যাম্প।
৫) কৃসপার/ টাটাএমডি চেক/ ফেলুডা।
৬) অ্যাবট আইডি নাও।
৭) একুলা বাই থারমো ফিশার।
৮) রেপিড আরটি-পিসিআর।
৯) কোভিডি এক্স ডাইরেক প্লেক্স।
 
 
CG/ SB


(Release ID: 1777053) Visitor Counter : 175