স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১২৩ কোটি ২৫ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ লক্ষ ৮০ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন

দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৪৩ জন

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৪ শতাংশ, যা গত ১৬ দিনে ১ শতাংশের নীচে

Posted On: 30 NOV 2021 10:01AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ নভেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৭৮ লক্ষ ৮০ হাজার ৫৪৫। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১২৩ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৭৬৭

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,০৩,৮৩,৬৮৭

দ্বিতীয় ডোজ

৯৪,৮৫,৯৯৫

প্রথম সারির স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,৮৩,৭৮,৭১২

দ্বিতীয় ডোজ

,৬৪,৭৯,০২৪

১৮ – ৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪৫,৭৫,০৬,৩৯০

দ্বিতীয় ডোজ

২২,১৬,০২,৪৮১

৪৫ – ৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৮,৪৪,৬৭,৬৪১

দ্বিতীয় ডোজ

১১,৯৮,৭৩,৬৮৮

৬০ বছরের ঊর্ধ্বে

প্রথম ডোজ

১১,৫৫,২৪,২৭৪

দ্বিতীয় ডোজ

,৮৮,০০,৪০৩

মোট

,২৩,২৫,০২,৭৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১১৬ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ১৮ হাজার ২৯৯ জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৩৪.৩৫ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ১৫৬ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৪৩, যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.২৯ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৪ কোটি ১৩ লক্ষ ৩ হাজার ৮৪৮টি।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৪ শতাংশ, যা গত ১৬ দিনে ১ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৯ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৫৭ দিনে ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৯২ দিনে ৩ শতাংশের নীচে।

 

CG/SS/NS



(Release ID: 1776525) Visitor Counter : 146