আদিবাসীবিষয়কমন্ত্রক

দিল্লী হাটে ট্রাইবস ইন্ডিয়া আদি মহোৎসবে ট্রাইফেড এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কূটনীতি দিবস আয়োজন

Posted On: 28 NOV 2021 11:47AM by PIB Kolkata
নয়াদিল্লী,  ২৮ নভেম্বর, ২০২১
 
ভোকাল ফর লোকাল বা স্থানীয় পণ্যের আরও বেশি উৎপাদন ও বিপনণ তথা আত্মনির্ভর ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির সঙ্গে সাযুজ্য রেখে ভারতের সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্যকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে শনিবার ট্রাইবস ইন্ডিয়া আদি মহোৎসবে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ট্রাইবস ইন্ডিয়া সম্মেলন আয়োজন করা হয়। এই সম্মেলনে ভারতে ২০টির বেশি দূতাবাসের প্রায় ১০০ জন কূটনীতিক যোগ দেন। বিদেশ মন্ত্রকের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
ট্রাইবস ইন্ডিয়া সম্মেলনে পোলান্ড, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, লাওস, সুইজারল্যান্ড, বাংলাদেশ, মলদ্বীপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের কূটনীতিকরা অংশ নেন। 
 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী শিল্পীদের দেওয়া স্টলগুলি ঘুরে দেখেন সম্মেলনে অংশগ্রহণকারী কূটনীতিকরা। তারা অনন্য আদিবাসী হস্তশিল্প ও পরম্পরা জানতে গভীর আগ্রহ প্রকাশ করেন। এবারের আদি মহোৎসবে প্রায় ২০০টি স্টল রয়েছে যেখানে আদিবাসী হস্তকলা ও কারুশিল্পের বিভিন্ন নির্দশন প্রদর্শিত হয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকরা স্টল ঘুরে দেখার সময় আদিবাসী শিল্পীরা পুতুল নাচ মঞ্চস্থ করেন। 
 
ট্রাইফেডের পক্ষ থেকে আগত কূটনীতিকদের স্বাগত জানিয়ে বলা হয় এই উৎসব আসলে ক্ষুদ্র আদিবাসী ভারতের রূপকেই তুলে ধরেছে। আপনারা এখান থেকে আদিবাসী হস্তকলার বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে পারেন এবং আদিবাসী খাবারের সুস্বাদ উপভোগ করতে পারেন। উল্লেখ করা যেতে পারে ট্রাইফেড আদিবাসী শিল্পী ও অরণ্যবাসীদের সমাজের মূল স্রোতের সঙ্গে সামিল করতে এবং তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর বিপনণের প্রসার ঘটাতে একাধিক উদ্যোগ নিয়েছে। সারা দেশে প্রতি বছর ছোট ও মাঝারি মাপের ৫০০টি আদিবাসী উৎসবের আয়োজন করা হয়।
 
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, ওড়িশা, উত্তরপূর্বের রাজ্য, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা ও গুজরাট থেকে আগত আদিবাসী শিল্পীরা এই মহোৎসবে বিভিন্ন পসরা সাজিয়ে স্টল দিয়েছেন। 
 
 
CG/BD/NS


(Release ID: 1775860) Visitor Counter : 125