বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর যৌথভাবে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২১-এর সূচনা করেছেন
प्रविष्टि तिथि:
25 NOV 2021 5:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২১
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর যৌথভাবে আজ ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২১ (আইআইজিএফ ০২১)-এর সূচনা করেছেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (এনআইএক্সআই) যৌথভাবে তিনদিনের এই অনলাইন কর্মসূচির আয়োজন করেছে। এর বিষয় ভাবনা হলো 'ইন্টারনেটের মাধ্যমে ভারতের ক্ষমতায়ণ'। এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হলো ডিজিটাইজেশনের পথ নির্দেশিকা নিয়ে আলোচনা চালানো এবং ভারতকে বিশ্বব্যাপী অপরিহার্য ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি উন্নয়নে ডিজিটাইজেশনের ভূমিকা এবং গুরুত্ব তুলে ধরা হবে।
এদিন অনুষ্ঠানের সূচনায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ইন্টারনেট হলো অর্থনীতি এবং সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এর ব্যবহারের নিয়মগুলির বিষয়ে সঠিক ধারনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। তাই তাদের জীবনযাপনের ওপর দৃষ্টি রেখে ডিজিটাল বিভাজনের মধ্যে সেতুবন্ধন করতে হবে। অনলাইনে, বিশেষত সামাজিক মাধ্যমে যে কোনো বিষয় শেয়ার করা হয়ে থাকে। এক্ষেত্রে দেশের তরুণ সমাজ যাতে বিপদে পরিচালিত না হয় সে দিকটিও লক্ষ্য রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ই-কমার্স সংস্থাগুলি অনেক ক্ষেত্রেই ছোট ব্যবসায় আঘাত হেনেছে। এর ফলে একটি সামাজিক প্রভাব পড়েছে। তাই ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনলাইন বাণিজ্যের বিষয়ে সচেতন করে তুলতে হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর জানান, এই প্রথম দেশে আইআইজিএফ ২০২১ -এর আয়োজন করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার, নিরাপত্তা এবং বিপদ এই সকল বিষয়ের ওপর তিনদিন ধরে আলোচনা চলবে। আগামীদিনে ভারত যাতে বিশ্বব্যাপী ইন্টারনেট জগতে নেতৃত্বদানকারী দেশ হিসেবে উঠে আসতে পারে সে বিষয়ের ওপরেও গুরুত্ব আরোপ করা হবে বলে জানান তিনি।
দেশের ১০০ শতাংশ মানুষকে ইন্টারনেট ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে ডিজিটাল অভিযান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে দেশে ডিজিটালাইজেশনের পথ নির্দেশিকা, সুযোগ, সম্ভাবনা এবং সমস্যাগুলির ওপর বিশেষ নজর দেওয়া হবে। আইআইজিএফ ২০২১ -এ সরকার পক্ষের পাশাপাশি একাধিক শিল্প সংস্থা, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পক্ষ অংশ নিয়েছে। এদিন অনুষ্ঠানের সূচনায় মন্ত্রকের সচিব শ্রী অজয় প্রকাশ সাহনি, এনআইএক্সআইএ-এর মুখ্য কার্যনির্বাহী আধিকর্তা শ্রী সুনীল কুমার জৈন, আইআইজিএফ-এর সভাপতি টি বি রামচন্দ্রন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1775179)
आगंतुक पटल : 237