স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ-তে বিদ্যুৎ বন্টন ও খুচরো সরবরাহ ব্যবসার বেসরকারিকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়
Posted On:
24 NOV 2021 3:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২১
কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ-তে বিদ্যুৎ বন্টন ব্যবসার বেসরকারিকরণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্পেশাল পার্পাস ভেহিকেল (এসপিভি) হিসাবে একটি সংস্থা গঠন, নবগঠিত সংস্থার ইক্যুইটি শেয়ার বিক্রি এবং কর্মরত কর্মচারীদের দায়িত্ব গ্রহণে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
বেসরকারিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হলে কেন্দ্রশাসিত এই অঞ্চলের ১ লক্ষ ৪৫ হাজারেরও বেশি বিদ্যুৎ গ্রাহক আরও ভালো পরিষেবা পাবেন। সেই সঙ্গে, বিদ্যুৎ বন্টন ক্ষেত্রের কাজকর্মে অগ্রগতি হবে এবং পারদর্শিতা বাড়বে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ শিল্পে প্রতিযোগিতা বাড়বে এবং সমস্ত বিদ্যুৎ ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। এমনকি, বকেয়া অর্থ পুনরুদ্ধারের পথ সুগম হবে।
উল্লেখ করা যেতে পারে, ২০২০-র মে মাসে কেন্দ্রীয় সরকার কাঠামোগত সংস্কারের মাধ্যমে ভারতকে স্বনির্ভর করে তুলতে আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণা করে। এই অভিযানের মাধ্যমে বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় বেসরকারি ক্ষেত্রের পারদর্শিতাকে কাজে লাগিয়ে বেসরকারিকরণের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিদ্যুৎ বন্টন ও খুচরো সরবরাহে সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়।
একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন সংস্থা হিসাবে দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড গঠন করা হবে। নতুন এই সংস্থায় বদলি হওয়া কর্মীদের স্বার্থ সুরক্ষায় একটি ট্রাস্ট গঠন করা হবে। দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ ইলেক্ট্রিসিটি (পুনর্গঠন ও সংস্কার) ট্রান্সফার কর্মসূচি, ২০২০ অনুযায়ী নবগঠিত সংস্থায় সম্পদ, দায়দায়িত্ব ও কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়গুলি স্থানান্তরিত হবে।
CG/BD/SB
(Release ID: 1774671)
Visitor Counter : 187
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam