তথ্যওসম্প্রচারমন্ত্রক
২০২১এর ইউনেসকো-এবিইউ পিস মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আকাশবাণী ও দূরদর্শন কয়েকটি পুরস্কার পেয়েছে
Posted On:
22 NOV 2021 4:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২ নভেম্বর, ২০২১
প্রসার ভারতীর অনুষ্ঠানের বিষয়বস্তু, গুণমান, আকাশবাণীর বিভিন্ন বেতার অনুষ্ঠান ও দূরদর্শনের নানা টেলিভিশন অনুষ্ঠান এবিইউ-ইউনেসকো পিস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১এ পুরস্কৃত হয়েছে। ‘লিভিং ওয়েল উইথ সুপার ডাইভারসিটি’ বিভাগে দূরদর্শনের অনুষ্ঠান ‘ডেফিনেটলি লিডিং দ্য ওয়ে’ পুরস্কৃত হয়েছে। ‘এথিক্যাল অ্যান্ড সাসটেইনেবল রিলেশনশিপ উইথ নেচার’ বিভাগে আকাশবাণীর বেতার অনুষ্ঠান ‘লিভিং অন দ্যা এজ- দ্যা কোস্টাল লাইফ’ পুরস্কৃত হয়েছে। ‘টুগেদার ফর পিস’ (টিফোরপি)-এর উদ্যোগে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন এবং ইউনেসকো ১৭ নভেম্বর মালেশিয়ার কুয়ালালামপুরে এই পুরস্কারগুলি দিয়েছে। ৫টি মহাদেশের ৩৩টি দেশ থেকে ১০০র বেশি অনুষ্ঠান প্রতিযোগিতায় বিবেচিত হয়েছে। বেতার, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত অনুষ্ঠানগুলি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
‘ডেফিনেটলি লিডিং দ্য ওয়ে’ অনুষ্ঠানে একটি ভিন্নভাবে সক্ষম শিশুর কথা বলা হয়েছে। ভিন্নভাবে সক্ষম শিশুরা যাতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে সেই উদ্দেশ্যেই এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। দিল্লী দূরদর্শনের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রী প্রদীপ অগ্নিহোত্রী তথ্যচিত্রটির নির্দেশনা ও প্রযোজনার দায়িত্বে ছিলেন।
‘লিভিং অন দ্যা এজ- দ্যা কোস্টাল লাইফ’ বেতার অনুষ্ঠানটিতে বঙ্গোপসাগরের তীরে বিশাখাপত্তনম শহরের মৎসজীবীদের কথা জানানো হয়েছে। আকাশবাণী দিল্লীর প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতি মনিকা গুলাতি এই অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন।
মানুষের মনে ইতিবাচক ভাবনা তৈরি করতে সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ কাজের স্বীকৃতি স্বরূপ এবিইউ ইউনেসকো টিফরপি মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। যুদ্ধ এবং সংঘাতের পরিবেশের বাইরে সাম্য সামাজিক ব্যবস্থায় পরিবেশের সঙ্গে সম্মানজনক ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে নানা উদ্যোগের কথা যেসব অনুষ্ঠানে তুলে ধরা হয় সেগুলি পুরস্কারের জন্য বিবেচিত হয়ে থাকে। যেসব উদ্ভাবনমূলক সৃজনশীল বিষয়বস্তু ইতিবাচক ভাবনা ভাবতে সাহায্য করে সেইসব অনুষ্ঠানকেই এই পুরস্কারে ভূষিত করা হয়।
CG/CB/NS
(Release ID: 1774092)
Visitor Counter : 170