শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেপ্টেম্বর মাসে ১৫ লক্ষ ৪১ হাজার সাবস্ক্রাইবার ইপিএফও –তে যুক্ত হয়েছেন

प्रविष्टि तिथि: 20 NOV 2021 5:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২০  নভেম্বর, ২০২১

 

        ইপিএফও-র প্রভিশনাল পে-রোল সংক্রান্ত তথ্য আজ প্রকাশিত হয়েছে। তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে ১৫ লক্ষ ৪১ হাজার নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন ౼ আগস্ট মাসের তুলনায় যা ১ লক্ষ ৮১ হাজার বেশি।   

        এই ১৫ লক্ষ ৪১ হাজার সাবস্ক্রাইবারের মধ্যে ৮ লক্ষ ৯৫ হাজার নতুন সদস্য ১৯৫২ সালের ইপিএফ অ্যান্ড এমপি আইন অনুযায়ী নাম নথিভুক্ত করেছেন। প্রায় ৬ লক্ষ ৪৬ হাজার সাবস্ক্রাইবার এই ব্যবস্থা থেকে বেরিয়ে গেলেও প্রায় সবাই নতুন জায়গায় কাজে যোগদানের পর ইপিএফও-তে আবারও যুক্ত হয়েছেন।

        বয়সের বিচারে সেপ্টেম্বর মাসে ২২-২৫ বছর বয়সী ৪ লক্ষ ১২ হাজার সাবস্ক্রাইবার এবং ১৮-২১ বছর বয়সীদের মধ্যে ৩ লক্ষ ১৮ হাজার সাবস্ক্রাইবার ইপিএফও-তে যুক্ত হয়েছেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় সংগঠিত ক্ষেত্রে নতুন নতুন কর্মপ্রার্থীরা যুক্ত হচ্ছেন। সেপ্টেম্বর মাসে ৪৭.৩৯ শতাংশ নতুন করে ইপিএফও-তে যুক্ত হয়েছেন। রাজ্যওয়ারি হিসেবে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট, তামিলনাড়ু এবং কর্ণাটকে সবথেকে বেশি সাবস্ক্রাইবার ইপিএফও-র সঙ্গে যুক্ত হয়েছেন। লিঙ্গ ভিত্তিক বিচারে সেপ্টেম্বরে ৩ লক্ষ ২৭ হাজার মহিলা এই ব্যবস্থায় যুক্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী আগস্টের থেকে সেপ্টেম্বর মাসে ৬০ হাজার জন বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন।    

        শিল্পভিত্তিক তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে নতুন নথিভুক্তকারীদের মধ্যে ৪১.২২ শতাংশ বিশেষজ্ঞ পরিষেবার সঙ্গে যুক্ত౼ অর্থাৎ জনসম্পদ, বেসরকারী নিরাপত্তা সংস্থা এবং ছোট ছোট ঠিকাদারদের অধীনে যারা কাজ করেন তারা বেশি সংখ্যায় এই ব্যবস্থায় যুক্ত হয়েছেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী বস্ত্রশিল্প, আতিথেয়তা এবং আর্থিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরাও ইপিএফও-তে  নাম নথিভুক্ত করছেন। ইপিএফও বিভিন্ন সংস্থার কর্মীদের সামাজিক সুরক্ষা দিয়ে থাকে।

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1773607) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu