খনিমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী খনি এবং খনিজ পদার্থ বিষয়ক জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন


৫২ টি সম্ভাব্য খনিজ ব্লক ১৫ টি রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হবে

Posted On: 20 NOV 2021 1:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর, ২০২১
 
 
কেন্দ্রীয় কয়লা, খনি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী খনি এবং খনিজ পদার্থ বিষয়ক জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন। আগামী ২৩ নভেম্বর নতুন দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে খনিজ ক্ষেত্রের অংশীদাররা এই সম্মেলনে যোগ দেবেন এবং খনিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় ও সুযোগ-সুবিধা গুলি নিয়ে পর্যালোচনা করবেন। ব্যবসা করার সহজতম ক্ষেত্র গুলি নিয়ে আলোচনা করা হবে।
খনি এবং খনিজ পদার্থ বিষয়ক পঞ্চম জাতীয় সম্মেলনে অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক থাকবে। যা দেশে অনুসন্ধান কার্যক্রম থেকে শুরু করে নিলাম ব্যবস্থা এবং ধারাবাহিকভাবে খনির অনুশীলন প্রভৃতি বিষয় গুলি থাকবে। এর পাশাপাশি, ফাইভ- স্টার রেট প্রাপ্ত খনির জন্য পুরস্কার প্রদান করা হবে।
খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০১৫' র শুরুতে খনিজ ছাড় দেওয়ার ক্ষেত্রে নিলাম ব্যবস্থায় স্বচ্ছতা আনা হয়েছে এবং খনি শিল্প ও নিলাম প্রক্রিয়ায় ইচ্ছাধীনতা দূর করেছে। এটি শুধুমাত্র রাজ্য সরকার গুলির রাজস্বের উল্লেখযোগ্য বৃদ্ধি করে নি, আমাদের খনির ক্ষেত্রে 'ইজি অফ ডুইং বিজনেস'- এর দৃষ্টান্ত স্থাপন করেছে।
কেন্দ্রীয় সরকারের আধিকারিক যারা নীতিনির্ধারক এবং রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে নিলাম প্রক্রিয়ার নির্বাহক এবং শিল্প ক্ষেত্র ও শিল্প সংগঠন গুলির মধ্যে সামঞ্জস্যের মাধ্যমে ২০১৬ সালে খনি মন্ত্রক জাতীয় খনি সম্মেলন বা ন্যাশনাল মাইনিং কনক্লেভের ধারণাটি চালু করেছিল। 
ধারাবাহিক উন্নয়ন ফ্রেমওয়ার্ক বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের জন্য খনি মন্ত্রক ২০১৬ সালে খনির ইজারা মালিকদের পুরস্কার দেওয়ার জন্য 'স্টার রেটিং অফ মাইন' দেওয়ার প্রথা চালু করেছিল। সেই অনুযায়ী সেরা দক্ষতা কারীদের ৫ তারা বা ফাইভস্টার দেওয়া হচ্ছে।
এছাড়াও এই সম্মেলনে জি-ফোর পর্যায়ের ৫২ টি সম্ভাব্য খনিজ ব্লক রাজ্য সরকার গুলির কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যে রয়েছে উত্তর-পূর্ব রাজ্যের দুটি ব্লক, ছত্রিশগড়ের ছটি এবং আটটি সহ মোট ১৫ টি ব্লক, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের ছটি করে ব্লক। এইসব ব্লকের মধ্যে ৮টি চুনাপাথর, ৮টি সোনা এবং ৮টি লৌহ আকরিক রয়েছে।
 
CG/ SB


(Release ID: 1773604) Visitor Counter : 162