তথ্যওসম্প্রচারমন্ত্রক
গোয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন
এই প্রথম ওটিটি প্লাটফর্ম চলচ্চিত্র উৎসবে অংশ হিসেবে যুক্ত হয়েছে
এবারের চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৭৩ টি দেশ যোগ দিয়েছে
প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনীকে ভারতের সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব-২০২১ হিসেবে পুরস্কৃত করা হবে
পানাজি, ১৯ নভেম্বর, ২০২১
এশিয়ার প্রাচীনতম এবং দেশের ঐতিহ্যপূর্ণ ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে। গোয়ায় আয়োজিত এবারের এই ৫২-তম চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ শাওয়ান্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
১৯৫২ সাল থেকে গোয়ায় প্রতিবছর ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসব ২০ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ নভেম্বর। এই চলচ্চিত্র উৎসব যুগ্মভাবে পরিচালনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ডাইরেকটোরেট অফ ফিলম ফেস্টিভাল এবং গোয়া সরকারের অধীন দ্যা এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া।
আগামীকাল উৎসবের উদ্বোধন করা হবে গোয়ার রাজধানী পানাজির ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ইনডোর স্টেডিয়ামে। বলিউডের চলচ্চিত্র ব্যক্তিত্ব সলমান খান, রানবির সিং, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শ্রদ্ধা কাপুর সহ বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন। সারা বিশ্ব থেকে ৩০০ টির বেশি চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শনী বিভাগে রাখা হয়েছে। চলচ্চিত্র পরিচালক করণ জোহর এবং টেলিভিশন ব্যক্তিত্ব মনীষ পল ইভেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন। কোভিড জনিত পরিস্থিতিতে এবার এই চলচ্চিত্র উৎসব ভার্চুয়াল মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
গোয়ায় আয়োজিত এই ৫২- তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৭৩ টি দেশের ১৪৮ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই উৎসবে এবার ৯৫ বিদেশ থেকে ৬২৪ টি চলচ্চিত্র জমা পড়েছে।
আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে কার্লোস সাউরা পরিচালিত 'দা কিং অফ অল দ্যা ওয়ার্ল্ড' ছবিটি দেখানো হবে।
ওয়ার্ল্ড প্যানোরোমা বিভাগে ৫৫ টি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
রেট্রোস্পেকটিভ বিভাগে হাঙ্গেরির প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার এবং রাশিয়ার চলচ্চিত্রকার আন্দ্রেই কনচালভস্কির ছবি প্রদর্শিত হবে।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এবং সাংসদ হেমা মালিনীকে ২০২১ সালের সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত করা হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
যে সমস্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব গত হয়েছেন যেমন, চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার, নেদুমুদি ভেনু, পুনিথ রাজকুমার, সঞ্চারি বিজয়, চলচ্চিত্র পরিচালক সুমিত্রা ভাবে, অভিনেত্রী সুরেখা সিক্রি এবং চলচ্চিত্রকে সম্পাদক বোমান ভোঁসলে কে স্মরণ করা হবে।
বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে জেমস বন্ড চরিত্রে প্রথম অভিনয়কারী স্যার সিন কোনারি'কে।
এবারে প্রথম ব্রিক্স অন্তর্গত দেশ গুলির চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন এবং ভারত।
এবারের চলচ্চিত্র উৎসবে এই প্রথম ওভার দি টপ বা ওটিপি প্লাটফর্ম ব্যবহার করা হচ্ছে।
এর পাশাপাশি এবার এই প্রথম সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে মিস্টার ইস্তেভান সাজাবো এবং মিস্টার মার্টিন স্কোরসেসকে।
আজাদী কা অমৃত মহোৎসব অভিযানের অঙ্গ হিসেবে প্রায় ১৮ টি বিশেষভাবে কিউরেট করা চলচ্চিত্র উপস্থাপনা করা হবে।
CG/ SB
(Release ID: 1773591)
Visitor Counter : 192