অর্থমন্ত্রক
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামীকাল গান্ধীনগরে গিফট সিটিতে এক আলোচনাসভায় সচিবদের নিয়ে গঠিত দলের নেতৃত্ব দেবেন
प्रविष्टि तिथि:
19 NOV 2021 11:55AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ নভেম্বর, ২০২১
কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আগামীকাল (২০ নভেম্বর) গান্ধীনগরে গিফট সিটিতে ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনাসভায় যোগ দেবেন। এই সভায় বিভাগীয় দুই প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী ও ডাঃ ভগবত কৃষ্ণরাও কারাড উপস্থিত থাকবেন। আলোচনাসভায় ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির জন্য গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসের প্রবেশদ্বার হিসেবে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারের ভূমিকা নিয়ে আলোচনা হবে। গ্লোবাল ফিনান্সিয়াল বিজনেস আকৃষ্ট করার পাশাপাশি আর্থিক প্রযুক্তির এক আন্তর্জাতিক হাব হিসেবে এই কেন্দ্রটি গড়ে তোলা নিয়েও মতবিনিময় হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী গিফট সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন এবং একাধিক অংশীদার / সংস্থার সঙ্গে মতবিনিময় করবেন। গিফট সিটিকে ভারতের অগ্রণী আর্থিক পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে প্রয়াস গ্রহণ করেছে অর্থমন্ত্রীর এই সফর সেদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গিফট সিটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রণকৌশল নিয়েও সভায় আলোচনা হবে। আত্মনির্ভর ভারত গঠনের অঙ্গিকারকে বিবেচনায় রেখে অন্যান্য দেশে আর্থিক পরিষেবা সংক্রান্ত কাজকর্ম প্রসারের ক্ষেত্রে গিফট সিটি আগামীদিনে বড় ভূমিকা নিতে চলেছে।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1773263)
आगंतुक पटल : 203