স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১১৫.২৩ কোটি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ৭২.৯৪ লক্ষ মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে

আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.২৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১০৬

ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ১,২৬,৬২০

সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার (০.৯২%) বিগত ৫৬ দিন ধরে যা ২ শতাংশের নিচে

Posted On: 19 NOV 2021 9:50AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ নভেম্বর, ২০২১
 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ৭২ লক্ষ ৯৪ হাজার ৮৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১১৫.২৩ কোটি অতিক্রম করেছে। 
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১১৫ কোটি ২৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৮১ হাজার ৬৪৫ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯৩ লক্ষ ৭৯ হাজার ৬০৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৭৫ হাজার ৩২০ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৬২ লক্ষ ৭১  হাজার ০৬৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৪৩ কোটি ৯০ লক্ষ ৩৬ হাজার ৯৯৩ জন প্রথম ডোজ এবং ১৮ কোটি ৪১ লক্ষ ৮৬ হাজার ৩৪১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৭ কোটি ৯৮ লক্ষ ৫৫ হাজার ১৯৯ জন প্রথম ডোজ এবং ১০ কোটি ৯০ লক্ষ ০২ হাজার ১৫৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১১ কোটি ২৬ লক্ষ ৭৩ হাজার ১২০ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ৩১ লক্ষ ৮৭ হাজার  ৯১৩ জন।
অর্থাৎ মোট ১১৫ কোটি ২৩ লক্ষ ৪৯ হাজার ৩৫৮ জন টিকার ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১২ হাজার ৭৮৯ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি, ৩৮ লক্ষ, ৯৭ হাজার ৯২১ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৮.২৪ শতাংশ। যা মার্চ-২০২০'র পর থেকে সর্বোচ্চ।
দেশে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ১৪৫ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬২০। বর্তমানে সুস্পষ্টভাবে আক্রান্তের পরিমাণ ০.৩৭ শতাংশ। মার্চ-২০২০-র পর যা সর্বনিম্ন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১১,৩৮,৬৯৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৬২ কোটি ৯৩ লক্ষ (৬২ কোটি ৯৩ লক্ষ ৮৭ হাজার ৫৪০)  নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৯২ শতাংশ। যা বিগত ৫৬ দিন ধরে ২ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ০.৯৮ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৪৬ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার গত ৮১ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে।
 
CG/ SB

(Release ID: 1773253) Visitor Counter : 194