শিল্পওবাণিজ্যমন্ত্রক

কেন্দ্রের ঘোষিত বিভিন্ন উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা সম্পর্কে শিল্প জগতে ইতিবাচক প্রতিক্রিয়া : শ্রী পীযূষ গোয়েল

Posted On: 18 NOV 2021 1:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ঘোষিত উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা (পিএলআই) প্রকল্পগুলি কোভিড পরবর্তী শিল্প এবং আর্থিক পুনরুদ্ধারে সাহায্য করেছে। স্টিয়ারিং কমিটি অন অ্যাডভান্সিং লোকাল ভ্যালু অ্যাডেড অ্যান্ড এক্সপোর্ট (এসসিএএলই) – এর পর্যালোচনা বৈঠকে শ্রী গোয়েল একথা জানান। তিনি বলেন, কেন্দ্রের ঘোষিত বিভিন্ন পিএলআই সম্পর্কে শিল্প জগতে ইতিবাচক প্রক্রিয়া মিলেছে। এর ফলে, বস্ত্র শিল্প, অটো মোবাইল সহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অটোমোবাইল ক্ষেত্রে এখন বিশ্বে বাণিজ্যের পরিমাণ ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। এর মধ্যে ভারতের অংশীদারিত্ব রয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। সরকার ২০২৬ সালের মধ্যে এই ক্ষেত্রে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের জন্য ভারতীয় শিল্প জগতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রী গোয়েল বলেন, সর্বোত্তম মানের পণ্য উৎপাদন এবং বিশ্ব মানের পরীক্ষাগার ভারতকে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে এক অনন্য পরিচিতি এনে দিয়েছে। কম খরচে কিভাবে দেশীয় পণ্য বিশ্বের বাজারে তুলে ধরা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে দক্ষ শ্রমিক রয়েছে। সরকার নতুন শ্রম আইন নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী গোয়েল জানান, ড্রোন  ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি, বৈদ্যুতিন শিল্প, যেমন – সেটটপ বক্স, সিস টিভি, মোবাইল হ্যান্ডসেট, টেলিভিশন ইত্যাদি ক্ষেত্রে নির্মাতারা কিভাবে স্থানীয় বাজার দখল করতে পারে, সে বিষয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 
 
 
CG/SS/SB


(Release ID: 1773238) Visitor Counter : 125