শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা(আইআইটিএফ) থেকে স্পষ্ট যে দেশে পুনরায় ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হয়ে উঠেছে

Posted On: 14 NOV 2021 12:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ নভেম্বর,  ২০২১
 
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন, খাদ্য গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, পণ্য ও পরিষেবা রপ্তানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক সাফল্যের শিখরে পৌঁছেছে। ৪০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (আইআইটিএফ)-র উদ্বোধন করে তিনি একথা জানান। শ্রী গোয়েল বলেন, বিশ্বব্যাপী সরবরাহ-শৃঙ্খলে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করা হয়। লকডাউন থাকা সত্ত্বেও ভারত বিশ্বের বিভিন্ন প্রান্তে কোনও পরিষেবা পৌঁছে দিতে ব্যর্থ হয়নি। চলতি বছর প্রথম চার মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান এই আইআইটিএফ – এ বহু আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 
 
শ্রী গোয়েল বলেন, অর্থনীতি, রপ্তানি, পরিকাঠামো, উন্নত পণ্যের জন্য চাহিদা ইত্যাদির ওপর সরকার বিশেষ জোর দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জানান, রপ্তানি বৃদ্ধিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি, আত্মনির্ভর ভারত গঠন, ভোকাল ফর গ্লোবালের জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী গোয়েল বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের প্রসঙ্গ তুলে ধরে জানান যে, এখনও পর্যন্ত ১১০ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। আগামী বছর ৫০০ কোটি টাকা উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বে প্রথম নাকের মাধ্যমে টিকা গ্রহণ এবং প্রথম ডিএনএ টিকা সহ ভারতে ৫/৬টি টিকা তৈরি করা হচ্ছে। ভারত বিশ্বকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেব বলেও আশা প্রকাশ করেন তিনি। শ্রী গোয়েল বলেন, দেশ শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ক্রমশই বিশ্ব হাব হয়ে উঠছে। কোভিড-১৯ এর কারণে বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাহসী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের জেরে সেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। পণ্য পরিষেবা কর সংগ্রহের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ১৩০ কোটি দেশবাসীর ‘বিশ্বাস, সাথ ও প্রয়াস’কে সঙ্গী করে বাণিজ্য ক্ষেত্র ক্রমশ অগ্রগতি হচ্ছে বলে তিনি জানান।
 
 
CG/SS/SB


(Release ID: 1771704) Visitor Counter : 127