নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

ভারতের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উন্নয়ন সংস্থা, ইরিডা সর্বকালের উচ্চ অর্ধবার্ষিক মুনাফা অর্জন করেছে

Posted On: 13 NOV 2021 10:57AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২১
 
ভারতের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উন্নয়ন সংস্থা, ইরিডা, যা নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকের অধীন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, আজ তাদের ষান্মাসিক এবং ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেছে। এটি ষান্মাসিক-১   এবং ত্রৈমাসিক- ২, যা ২০২১- ২২ আর্থিক বছরে ২০২১-এ ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে।
 
সংস্থাটির ক্রিয়া-কলাপ থেকে মোট আয় হয়েছে ৬৮৪.৮০ কোটি টাকা এবং করের পর মুনাফা অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, হয়েছে ১১০.২৭ কোটি টাকা। সংস্থাটির সর্বকালের উচ্চ অর্ধবার্ষিক মুনাফা, প্যাট-এর পরিমাণ ২৯৯.৯০ কোটি টাকা।ভারতের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উন্নয়ন সংস্থার আজ এক বোর্ড মিটিংয়ে এই অডিটেড অ্যাকাউন্টসের অনুমোদন দেওয়া হয়েছে।
 
এই সংস্থাটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ষান্মাসিক আয়-ব্যয়ের হিসাবে উল্লেখযোগ্য বিষয় গুলির মধ্যে রয়েছে-
 
*  করের পর মুনাফা অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স ২০৬.৬৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৯৯.৯০ কোটি টাকা হয়েছে। যা সর্বকালের উচ্চ বলা চলে।
 
* সংস্থাটির ক্রিয়া-কলাপ থেকে আয়ের পরিমাণ ১২৮৪.৯৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৮৬.৯৭ কোটি টাকা। যা ৮ শতাংশ বেশি।
 
* নেট এনপিএ হ্রাসের পরিমাণ ৫.৭৯ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৮৭ শতাংশ। অর্থাৎ ১৬ শতাংশ হ্রাস পেয়েছে।
 
* নেট মূল্য- ২৭৪২.৯৮ টাকার চেয়ে বেড়ে হয়েছে ৩৩৩৩.১৯ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ২২ শতাংশ।
 
* ঋণ অনুমোদন- ১১৭২.৩২ কোটি টাকার চেয়ে বেড়ে হয়েছে ৫৯২৫.১২ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ৪০৫ শতাংশ।
 
* ঋণ বিতরণ- ২০৪১.৩৪ কোটি টাকার চেয়ে বেড়ে ৩৫৮৪.৯০ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ৭৬ শতাংশ।
 
 
CG/ SB


(Release ID: 1771516) Visitor Counter : 138