আদিবাসীবিষয়কমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস পালনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী : শ্রী অর্জুন মুন্ডা

Posted On: 12 NOV 2021 7:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ই নভেম্বর, ২০২১
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা একথা জানান। প্রধানমন্ত্রী জনজাতীয় গৌরব দিবস উপলক্ষ্যে ভূপালে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ২ লক্ষের বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালী রাঁচির বীরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী সংগ্রহশালার উদ্বোধন করবেন।
 
১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে শ্রী মুন্ডা ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা ও আস্থার সঞ্চার হয়েছে। স্বাধীনতা সংগ্রামের অজানা নায়কদের শ্রদ্ধা জানাতে এই প্রথম আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের জন্য এধরণের বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
শ্রী মুন্ডা বলেন, প্রাচীনকাল থেকে জম্মু-কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন। দেশ রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বীরসা মুন্ডা একটি উল্লেখযোগ্য নাম। তাই প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তাঁর জন্মদিনটিকে জনজাতীয় গৌরব দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে ১৫ থেকে ২২শে নভেম্বর – সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হবে। ১৫ই নভেম্বর সংসদ ভবনে প্রধানমন্ত্রী বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ১৬ই নভেম্বর থেকে নতুন দিল্লিতে জাতীয় আদি মহোৎসব শুরু হবে। এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাঁদের উৎপাদিত পণ্য নতুন দিল্লিতে অনুষ্ঠান স্থলে নিয়ে আসবেন। এছাড়াও এই অনুষ্ঠানে আদিবাসীদের সংস্কৃতি এবং শিল্পকর্ম প্রদর্শিত হবে। স্বাধীনতার আগে ৮৫টি আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনকে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন রাজ্যে ২০০ জনের বেশি আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীকে ইতিহাসের পাতা থেকে তুলে আনা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য রাণী দুর্গাবতী, রাণী গাইদিলিউ এবং বাবা তিলকা মাঝি উল্লেখযোগ্য। আদিবাসী বিষয়ক মন্ত্রক রাঁচির বীরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী সংগ্রহশালা সহ ১০টি সংগ্রহশালা গড়ে তুলছে। রাঁচির বীরসা মুন্ডা জেলের সংরক্ষণ ও সৌন্দর্যায়ন করা হচ্ছে। সেখানে ১৩ জন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি বসানো হয়েছে। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রকৃত অবদানের কথা তুলে ধরা হচ্ছে এবং আগামী দিনে তাদের সার্বিক উন্নয়নের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।
    
 
CG/CB/SFS


(Release ID: 1771512) Visitor Counter : 140