শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২০ এক্সপোতে ভারতের প্যাভিলিয়নে ২ লক্ষ মানুষের উপস্থিতি

Posted On: 05 NOV 2021 1:33PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৫ নভেম্বর, ২০২১

 

শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল দুবাইয়ে এক্সপো ২০২০-র ভারতীয় প্যাভিলিয়নের পয়লা অক্টোবর উদ্বোধন করেন। প্রথম মাসে ভারতীয় প্যাভিলিয়নে প্রচুর মানুষ জড়ো হন। তেশরা নভেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেবে এই প্যাভিলিয়ন ২ লক্ষের বেশি মানুষ ঘুরে দেখেছেন। দুবাইয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডঃ আমন পুরি বলেন, অক্টোবর মাসে ভারতীয় প্যাভিলিয়নে বিপুল মানুষ এসেছিলেন। তেশরা থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্যাভিলিয়নে জলবায়ু ও জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা হয়। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সারা বিশ্বের কাছে ভারতের পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও এই প্যাভিলিয়নে গুজরাট, কর্ণাটক এবং লাদাখের ওপর বিশেষ সপ্তাহ উদযাপিত হয়েছে। প্যাভিলিয়ানে মহাকাশ, নগরোন্নয়ন ও গ্রামোন্নয়ন নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতীয় প্যাভিলিয়নের ওয়েবসাইট হলঃ https://www.indiaexpo2020.com/

ফেসবুক- https://www.facebook.com/indiaatexpo2020/

ইন্সটাগ্রাম - https://www.instagram.com/indiaatexpo2020/

ট্যুইটার - https://twitter.com/IndiaExpo2020?s=09

লিঙ্কডইন https://www.linkedin.com/company/india-expo-2020/?viewAsMember=true

ইউ টিউব - https://www.youtube.com/channel/UC6uOcYsc4g_JWMfS_Dz4Fhg/featured

কো অ্যাপ - https://www.kooapp.com/profile/IndiaExpo2020

দুবাই ২০২০র এক্সপোর ওয়েবসাইট হল  - https://www.expo2020dubai.com/en

 

CG/CB/NS


(Release ID: 1769639) Visitor Counter : 182